উত্তাল পদ্মা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের  সময় (১৯৭১ খ্রিষ্টাব্দ) প্রকাশিত, মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা।

পত্রিকটির সম্পাদক ছিলেন আবু সাইদ খান। পত্রিকাটি রোশেমা বেগম কর্তৃক উত্তাল পদ্মা প্রেস, মুজিবনগর থেকে মুদ্রিত ও প্রকাশিত। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৪ নভেম্বর (বুধবার, ৭ অগ্রহায়ণ)। ৭ কলামে বিন্যস্ত এই পত্রিকার এর পৃষ্ঠা সংখ্যা ছিল ৬ এবং মূল্য ছিল ২৫ পয়সা।  এর কার্যলয় ছিল - উত্তাল কার্যালয়, মুজিবনগর। বাংলাদেশ আর ভারতের ঠিকানা ছিল ১১৮ ইলিয়ট রোড, কলকাতা ১৫। 

 

সূত্র: