অষ্টসিদ্ধি
হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীদের যোগ ও তান্ত্রিক সাধনায় বিশেষ আটটি সিদ্ধ লাভ করাকে বলা হয় অষ্টসিদ্ধি। এই আটটি সিদ্ধ হলো- পতঞ্জলি যোগসূত্র, শিব পুরাণ, বেদব্যাসের ভাগবত পুরাণ ও তান্ত্রিক গ্রন্থসমূহে অষ্টসিদ্ধির উল্লেখ রয়েছে। ভগবদ্গীতা (১১.৪৩) ও নাথ যোগ শাস্ত্রেও এই শক্তিগুলোর কথা বলা হয়েছে।

সাধনার দ্বারা অষ্টসিদ্ধির লাভে সাধকের মনে অহঙ্কারের জন্ম নেয়। চেতনা ও আত্মোন্নতির পথে এই অহঙ্কার বাধা হয়ে দাঁড়ায়। তাই গুরুগণ সাধককে উপদেশ দিয়ে বলেন “সিদ্ধি নয়, মুক্তি হোক লক্ষ্য”। অনেক তান্ত্রিক বা অবধূত সাধক এ ক্ষমতাগুলো লাভ করলেও তাঁরা তা গোপন রাখেন।

অষ্টসিদ্ধি সম্পর্কে যে সকল গ্রন্থে বিশেষভাবে জানা যায় তা হলো-