ষট্চক্র

প্রাচীন ভারতীয় বৌদ্ধ ও তন্ত্র মতে, মানবদেহ ষট্‌চক্রের অধীন। মূলত মানুষের শরীরের মধ্যে যে স্নায়ুতন্ত্র আছে, তান্ত্রিকরা তাকে নাড়ি নামে অভিহিত করেছেন। এ সকল নাড়ীর মধ্যে ১৪টি নাড়িকে প্রধান হিসেবে বিবেচনা করা হয়। এই চৌদ্দটি নাড়ির মধ্যে কেন্দ্রীয় নাড়ি হিসেবে বিবেচনা করা হয়- সুষম্না নামক নাড়িকে। এই নাড়ি গুহ্য ও যৌনাঙ্গের মধ্যবর্তী স্থান থেকে মস্তিষ্কের নিম্নাংশ পর্যন্ত বিস্তৃত। এই নাড়ি দ্বারা মানুষ প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে। এই নাড়ির তথ্যসঞ্চালন এবং নিয়ন্ত্রণের পথকে তান্ত্রিকরা ছয়টি স্তরে ভাগ করেছেন। এর একটি স্তরকে তান্ত্রিকমতে বলা হয় চক্র। সুষম্নার এই প্রাণশক্তি সঞ্চালন ও নিয়ন্ত্রণে এরূপ চক্র আছে ছয়টি। এই কারণে একে ষটচক্র বলা হয়। এই চক্রগুলোর নাম হলো- আজ্ঞা, বিশুদ্ধ, অনাহত, মণিপূরক, স্বাধিষ্ঠান এবং মূলাধার