আল-আক্‌সা (মসজিদ)
আরবি المسجد الاقصى  মসজিদ
ইংরেজি :
Al-Aqsa Mosque
অপর নাম বায়তুল আল্-মুকাদ্দাস।
অবস্থান : ৩১.৭৭৬১৭ ডিগ্রি উত্তর, ৩৫.২৩৬৮৩ ডিগ্রি পূর্ব। জেরুজালেম শহরে অবস্থিত।

এই মসজিদটি ইহুদি, খৃষ্টান এবং মুসলমান সম্প্রদায়ের কাছে সমভাবে পবিত্র। এই সকল ধর্মাবলম্বীরা মনে করেন, হযরত সোলায়মান (আঃ) সর্বপ্রথম এই মসজিদটি তৈরি করেছিলেন। খ্রিষ্টপূর্ব ৫৮৬ শতাব্দীতে বেবিলনের রাজা নেবুচান্দনেজার জেরুজালেম আক্রমণ করেন এবং মসজিদটিকে ধ্বংস করে দেন। খ্রিষ্টপূর্ব ৫১৫ শতাব্দীতে ইজরা ও নেহেমিয়া মসজিদটির পুনঃনির্মাণ করেন। খ্রিষ্টপূর্ব ১৬৭ শতাব্দীতে আলেকজান্ডারের একজন উত্তরাধিকারী এন্টীওকাস এপিফেন (Antiochus Epiphaneo) এই মসজিদ-এ মূর্তি স্থাপন করে পূজা করার ব্যবস্থা করেন। খ্রিষ্টপূর্ব ২০ অব্দ থেকে ২৯ খ্রিষ্টাব্দ রাজা হেরোদ এর রক্ষণাবেক্ষণ করতেন।

৭০ খ্রিষ্টাব্দে সম্রাট টিটাস মসজিদটি সম্পূর্ণ ধ্বংস করে দেন। এর পর থেকে মসজিদটি বিধ্বস্ত অবস্থায় থেকে যায়। ইসলাম ধর্মের শুরু থেকে ৬২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই মসজিদের দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়তেন। ৬২৩ খ্রিষ্টাব্দে 'মসজিদুল হারাম' তথা কাবার দিকে মুখ করে নামাজ পড়ার নির্দেশ আসে আল্লার পক্ষ থেকে। সূরা আল-বাক্বারাহ-র ১৪৪ আয়াতে এই নির্দেশ পাওয়া যায়। 'নিশ্চয়ই আমি আপনাকে বার বার আকাশের দিকে তাকাতে দেখি অতএব, অবশ্যই আমি আপনাকে সে কেবলার দিকেই ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর যারা আহ্‌লে-কিতাব, তারা অবশ্যই জানে যে, এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ্ বেখবর নন, সে সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে।'  [সূরা আল-বাক্বারাহ-র ১৪৪]


সূত্র :
মাওলানা আবদুল্লাহ্‌ ইউসুফ আলীর ইংরেজী তাফসীর অনুসরণে অনুবাদ- কুর-আনের আলোকে জীবনের পথ চলা। অনুবাদক : অধ্যাপিকা হোসনে আরা খান।