বীণাপাণি রেকর্ড
বিংশ শতাব্দীর প্রথমার্থে কলকাতা থেকে প্রকাশিত রেকর্ড।
১৯০৭ খ্রিষ্টাব্দের দিকে 'মুখার্জি
এ্যান্ড মুখার্জি' রেকর্ড কোম্পানি 'রয়্যাল
রেকর্ড'-এর প্রকাশনা
বন্ধ হয়ে যায়। ১৯০৮ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে
ওই কোম্পানির কারখানাতে এন.সি.দাস রেকর্ড তৈরির কারখানা স্থাপন করেন। এই কোম্পানির
নাম ছিল 'দ্যা বীণাপাণি রেকর্ডিং কোম্পানি'। এই কোম্পানির প্রথম রেকর্ড প্রকাশিত
হয়েছিল 'বন্দেমাতরম'। এই রেকর্ড কোম্পানির রেকর্ডে দুই পিঠেই গান থাকতো।
শেষ পর্যন্ত মালিকদের
অন্তর্দ্বন্দ্বের কারণে এই কোম্পানি বন্ধ হয়ে যায়। ১৯০৯ খ্রিষ্টাব্দে যোগীন্দ্র মুখোপাধ্যায়
বীণাপাণি থেকে বেরিয়ে আসেন এবং ওই কারখানা থেকেই 'কমলা' নামে নতুন রেকর্ড প্রকাশের
উদ্যোগ নেন। কিন্তু শেষ পর্যন্ত এই প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়।
সূত্র:
বাঙালির কলের গান/আবুল আহসান চৌধুরী। বেঙ্গল পাবলিকেশান্স লিমিটেড। নভেম্বর ২০১২।