রয়্যাল রেকর্ড
গ্রামোফোন  রেকর্ড বিশেষ।

১৯০৩ খ্রিষ্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার হ্যারিসন রোডে 'মুখার্জী অ্যাণ্ড মুখার্জী' নামে একটি গ্রামোফোন এবং রেকর্ড ব্যবসায়ের দোকান খোলেন। ১৯০৪ খ্রিষ্টাব্দে তিনি গ্রামোফোন কোম্পানির জন ওয়াটসন হড-এর সহায়তায় নিকোল রেকর্ডের ডিলারশিপ পান। ১৯০৬ খ্রিষ্টাব্দে রয়্যাল রেকর্ড নামে নিজস্ব রেকর্ড প্রকাশ করেন। এর এক পিঠে গান রেকর্ড করা হতো। দাম ছিল দুই টাকা। এর কারখানা ছিল কলকাতার ৩ ক্রিক রো।

বাঙালি উদ্যোক্তাদের মধ্যে এই কোম্পানিই প্রথম ডিস্ক রেকর্ড তৈরি করেছিলেন। এই রেকর্ড প্রকাশিত হতো 'রয়্যাল রেকর্ড' নামে। এই রেকর্ডে গান গেয়েছিলেন
গহরজান, নরীসুন্দরী প্রমুখ। এই সময় কলকাতায় তাঁদের বায়োস্কোপ মেশিনের জমজমাট ব্যবসা চালাতে গিয়ে রেকর্ড প্রকাশ বন্ধ হয়ে যায়। সম্ভবত ১৯০৭ খ্রিষ্টাব্দের পরে তাদের আর কোনো রেকর্ড প্রকাশিত হয় নি।



সূত্র: