ওডিওন রেকর্ড
Odeon Record
১৯০৩ খ্রিষ্টাব্দে জার্মানির রাজধানী বার্লিনস্থ ইন্টারন্যাশনাল
টকিং ম্যাশিন কোম্পানি ওডিওন রেকর্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। এর লোগো গ্রহণ করা
হয়েছিল প্যারিসের
Odéon-Théâtre de l'Europe
নামক ফ্রান্সের জাতীয় থিয়েটারের
চিত্রানুসারে। এর প্রতিষ্ঠাতা ছিলেন ম্যাক্স স্ট্রায়ুস এবং হেনরিখ জুন্টজ।
উল্লেখ্য, ১৮৯৩ খ্রিষ্টাব্দে
জার্মানির বার্লিনে বসবাসকারী সুইডিস বিজ্ঞানী কার্ল লিন্ডস্ট্রোম
বিশ্বব্যাপী রেকর্ড-বাণিজ্যের জন্য প্রতিষ্ঠান তৈরি করেন। এর নাম ছিল কার্ল
লিন্ডস্ট্রোম কোম্পানি। ১৮৯৭ খ্রিষ্টাব্দে এই কোম্পানিটি একটি আদর্শিক রূপ লাভ
করে। ফোনোগ্রাফ ও ফোনোগ্রাম উন্নয়নের জন্য । এই
কোম্পানির তৈরিকৃত এই যন্ত্রের নাম ছিল যথাক্রমে পার্লোগ্রাফ এবং পার্লোফোন। পরে
এরা ডিস্ক রেকর্ড উৎপাদন শুরু করেছিল। এই সূত্রে এই কোম্পানি ওডিওন, পার্লোফোন,
বেকা, ওকেহ, ফোনোটিপিয়া, লাইফোন, হোমোফোন ইত্যাদি রেকর্ডের হোল্ডিং কোম্পানিতে
পরিণত হয়েছিল।
১৯০৩ খ্রিষ্টাব্দে লিন্ডস্ট্রোম এই কোম্পানিটি ওডিওন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা
ম্যাক্স স্ট্রাটাসের কাছে বিক্রয় করে দেন। এরা এই কোম্পানটিকে পাবলিক কোম্পানিতে
পরিণত করেন। এর নাম দেন Carl Lindström A.G
।
এই সূত্রে ১৯০৪ খ্রিষ্টাব্দের ৩০শে জানুয়ারি
ওডিওন এই কোম্পানির অংশে পরিণত হয়েছে। এই সময়
বেকা রেকর্ড, পার্লোফোন,
ফোনোটিপিয়া
ইত্যাদি কোম্পানির রেকর্ড বাজারজাত করতো।
১৯২৬ খ্রিষ্টাব্দে ইংলিশ কলম্বিয়া রেকর্ড কোম্পানি লিন্ডস্ট্রোম ক্রয় করে নেয়। ১৯৩১
খ্রিষ্টাব্দে ইলেক্ট্রোলা কোম্পানির সাথে একীভূত হয়ে যায়।
সূত্র:
-
The Gramophone Company's First Indian
Recordings (1899-1908)/Michaet Kinnear. Bombay Popular Prakashan.1994
Reading Indian
Record Labels
by Michel S. Kinnear/The Record News, Vol 3, October 1991