সু-প্রাণকেন্দ্রিক জীবসত্তা
সু-প্রাণকেন্দ্রিক জীবকোষ দ্বারা গঠিত জীবসত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা {
সু-প্রাণকেন্দ্রিক জীবসত্তা। জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি : prokaryote, procaryote


ব্যাখ্যা: জীবজগতের শুরুতে কিছু জীবের উদ্ভব ঘটেছিল, যেগুলোকে ঠিক উদ্ভিদ বা প্রাণীর ভিতরে ফেলা যায় না। আদি জীবসত্তাগুলোতে প্রাণকেন্দ্র ঘিরে কোনো পর্দা ছিল না। এই জাতীয় কোষ দিয়ে তৈরি জীবসত্তাগুলোকে বলা হয় প্রাক্-প্রাণকেন্দ্রিক জীবসত্তা। জীবের ক্রমবিবর্তনের ধারায় উদ্ভব হলো সু-প্রাণকেন্দ্রিক জীবসত্তা। এই জীবসত্তাগুলোর জীবকোষে সুস্পষ্টভাবে প্রাণকেন্দ্রের সৃষ্টি হয়েছিল।