সু
-প্রাণকেন্দ্রিক জীবসত্তা
ব্যাখ্যা: জীবজগতের শুরুতে কিছু জীবের উদ্ভব ঘটেছিল, যেগুলোকে ঠিক
উদ্ভিদ বা প্রাণীর ভিতরে ফেলা যায় না। আদি জীবসত্তাগুলোতে প্রাণকেন্দ্র ঘিরে কোনো
পর্দা ছিল না। এই জাতীয় কোষ দিয়ে তৈরি জীবসত্তাগুলোকে বলা হয়
প্রাক্-প্রাণকেন্দ্রিক
জীবসত্তা। জীবের ক্রমবিবর্তনের ধারায় উদ্ভব হলো
সু-প্রাণকেন্দ্রিক জীবসত্তা। এই জীবসত্তাগুলোর জীবকোষে সুস্পষ্টভাবে প্রাণকেন্দ্রের
সৃষ্টি হয়েছিল।