নিমিত্তবাচক ঘটক
প্রভাব সৃষ্টি করে বা কোন ঘটনার
জন্য বা ফলাফলের জন্য দায়ী এমন যে কোন সত্তা।
ঊর্ধ্বক্রমবাচকতা|
নিমিত্তবাচক ঘটক |
দৈহিক সত্তা |
সত্তা |}
ইংরেজি: causal
agent, cause, causal agency
ব্যাখ্যা:
অনেক সময় এমন কিছু সত্তা কোনো কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে সহয়তা
করে থাকে। এদের কিছু কিছু ঘটক কিছু বিশেষ গুণকে কার্যক্রমে বিশেষভাবে প্রভাবিত করে।
এদেরকে সাধারণভাবে ঘটক বলা হয়।
agent):
বল বা প্রভাব প্রদায়ক বস্তু।