ভাইরাস
পাতলা প্রোটিন-আবরক দ্বারা আবদ্ধ আরএনএ বা ডিএনএ যুক্ত জীবকণিকা।
এরা সাধরাণত নিষ্ক্রিয় থাকে। কিন্তু উপযুক্ত জৈবসত্তার সংস্পর্শে এসে সক্রীয় হয়ে উঠে এবং নিজেদের বিভাজিত করে বংশবৃদ্ধি করে।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ ভাইরাস |
অণুজীব |
জীবসত্তা |
জীবন্তবস্তু |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
virus