বঙ্গাব্দের একটি মাস। প্রচলিত বঙ্গাব্দের বিচারে এই মাসটি বৎসরের অষ্টম মাস। হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস এবং বৃশ্চিক রাশিতে অবস্থিত। আধুনিক বঙ্গাব্দ গণনার বিচারে এর দিন সংখ্যা ৩০।

 

এই মাসটির আগে নাম ছিল মার্গশীর্ষ। মৃগশিরা নক্ষত্রের নামানুসারে এই মাসের নামকরণ করা হয়েছিল। এক সময় অগ্রহায়ণকে  বঙ্গাব্দের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হতো। ব্যাকরণের বিচারের তখন অগ্র শব্দের অর্থ হলো আদি বা শুরু এবং হায়ন শব্দের অর্থ হলো বৎসর। হায়নের অগ্র/ষষ্ঠী তৎপুরুস সমাস বা অগ্র +হায়ন এই অর্থে অগ্রহায়ণ।

অগ্রহায়ণ মাসের লোকাচার
ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের মেহেরপুর জেলায় লোক সংস্কারের কারণে এই মাসকে এখনো বৎসরের প্রথম মাস হিসেবে কিছু আচার পালন করে থাকেন। এই  সকল অঞ্চলের গৃহস্থের বাড়িতে কর্মরত হিন্দু রাখালরা কার্তিক মাসের শেষদিন অর্থাৎ সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায়, মনিবের কাছ থেকে টাকা নিয়ে কার্তিক পূজায় অংশগ্রহণ করে। এই সময় রাখাল তার ব্যবহৃত লাঠিটি মনিবের বাড়িতে উল্টো করে রেখে যায়। পরের দিন তারা রাখালরা মনিবের বাড়িতে যায় না। অগ্রহায়ণ মাসের ২ তারিখে মনিবরা রাখলদের বাড়িতে যায় এবং পরবর্তী এক বৎসরের জন্য রাখালের সাথে কাজের চুক্তি করে।
 



সূত্র :