মাস
[দেখুন: শব্দরূপ। 
মাস (অভিধান)]

কাল-পরিক্রমার একটি একক বিশেষ। ্রাচীনকালের জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের কলার হ্রাসবৃদ্ধির আবর্তন মাপের সূত্রে মাস নামক এককটির সৃষ্টি করেছিলেন।

প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ মিলে যে সময় একক হিসেবে বিবেচনা করা হতো, তার নাম ছিল মাস। প্রাচীন  মাস শব্দটি ছিল চান্দ্রবৎসরে ব্যবহার করা হতো। পাশ্চাত্য month শব্দটিও এসেছে moon থেকেকালক্রমে চান্দ্রমাসের মাস শব্দটি সৌরবৎসরেও গৃহীত হয়েছিল এবং বর্তমানে এই ব্যবহার সগৌরবে চলছে।

চান্দ্রবৎসরে বিচারে মাস হয় ২৯ বা ৩০ দিন। কিন্তু এর সাথে যুক্ত থাকে চাঁদের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের হিসেব। সাধারণভাবে সৌরবৎসরের মাস ধরা হয় ৩০ দিনে, কিন্তু এই সংখ্যা ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ ইত্যাদি দেখা যায়। তবে ১২টি মাস নিয়ে যে বড় একক তৈরি হয়। তাকে বলা হয় বৎসর।

প্রাকৃতিক নিয়মে চান্দ্রমাস ঘটে। তাই একে প্রাকৃতিক মাস বলা যায়। কিন্তু সৌরমাস, মানুষ নিজেদের সুবিধার জন্য তৈরি করেছে। তাইও সৌরমাস কৃত্রিম মাস। আবার পৃথিবীর ঋতু পরিবর্তনের সাথে সমন্বয় করে ১২টি চান্দ্রমাস নিয়ে যে চান্দ্রবৎসর সৃষ্টি করা হয়েছে, সেটা কৃত্রিম বৎসর।


 

সূত্র :