মাস
বানান বিশ্লেষণ:
ম্+আ+স্+অ
উচ্চারণ:
maʃ
(মাশ্)
শব্দ-উৎস:
বৈদিক মস্>
সংস্কৃত
মাসঃ>বাংলা
মাস।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
১. √মা (পরিমাণ) +অস (অসুন)= মাস্ (শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের বিচারে সময়ের পরিমাপক হিসেবে চন্দ্র)।
মাস্ (চন্দ্র)+ অ (অণ্), সম্বার্থে।পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| সময়-কাল | মৌলিক পরিমাপ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ মিলে যে সময় একক হিসেবে বিবেচনা করা হতো, তার নাম ছিল মাস। প্রাচীন মাস শব্দটি ছিল চান্দ্রবৎসরে ব্যবহার করা হতো। কালক্রমে সৌরবৎসরের ধারণা প্রতিষ্ঠিত হওয়ার পর, এই শব্দটি সৌরবৎসরের জন্য ব্যবহৃত হতে থাকে। চান্দ্রবৎসরে বিচারে মাস হয় ২৯ বা ৩০ দিন। কিন্তু এর সাথে যুক্ত থাকে চাঁদের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের হিসেব। সাধারণভাবে সৌরবৎসরের মাস ধরা হয় ৩০ দিনে, কিন্তু এই সংখ্যা ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ ইত্যাদি দেখা যায়। তবে ১২টি মাস নিয়ে যে বড় একক তৈরি হয়। তাকে বলা হয় বৎসর। [বিস্তারিত দেখুন: মাস]
ইংরেজি: monthযৌগিক শব্দ:
- পূর্বপদ: মাসকাবার, মাসকাবরী, মাসকিয়া, মাসবৃদ্ধি, মাসমাহিনা, মাসহরা, মাসহারা, মাসান্ত, মাসান্তিক, মাসার্ধ, ।
- পরপদ: অধিমাস, মলমাস
প্রত্যায়ান্ত শব্দ: মাসিক, মাসোয়ারা।
সূত্র :