রোমান পঞ্জিকা
মূল রোমান পঞ্জিকা তৈরি হয়েছিল গ্রিক চান্দ্র-পঞ্জিকা অনুসারে। রোমানদের মতে
খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দের দিকে রোমের স্থপতি রোমুলাস সৌরবৎসরের হিসাবে রোমান পঞ্জিকা
তৈরি করেছিলেন। এই পঞ্জিকার মোট মাসের সংখ্যা ছিল ১০টি। এই মাসগুলো হলো-
Martius
: দিন সংখ্যা ৩১
Aprilis
: দিন সংখ্যা ৩০
Maius
: দিন সংখ্যা ৩১
Iunius
: দিন সংখ্যা ৩০
Quintilis
: দিন সংখ্যা ৩১
Sextilis
: দিন সংখ্যা ৩০
September
: দিন সংখ্যা ৩০
October
: দিন সংখ্যা ৩১
November
: দিন সংখ্যা ৩০
December
: দিন সংখ্যা ৩০
এই পঞ্জিকার মোট দিন সংখ্যা ছিল ৩০৪ দিন। ফলে শীতকালের ৬১ দিন কোনো মাসের
অন্তর্ভুক্ত ছিল না। খ্রিষ্টপূর্ব ৭১৩ অব্দে রোমের রাজা নুমা পোম্পিলিয়াস এই দশ
মাসের বছরের আগে দুটি মাস যুক্ত করে ১২ মাসের বছরে পরিণত করেন। এই মাস দুটির নাম
রাখা হয়েছিল জানুয়ারি ও ফেব্রুয়ারি। কিন্তু নুমা ৩৫৪ দিনের চান্দ্র বৎসরকে পছন্দ
করতেন। অপরদিকে রোমানরা অসম সংখ্যাকে শুভ বিবেচনা করতো। তাই
সমসংখ্যার ৬টি ৩০ দিনের মাস থেকে ১দিন করে কেটে মোট ৬টি দিন বাড়তি হিসাবে পাওয়া
গেল। ফলে অতিরিক্ত দিনের সংখ্যা হয়েছিল ৫৭ দিন।
এই বাড়তি দিন
নতুন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভিতরে বণ্টন করে দেওয়া হলো। এক্ষেত্রে জানুয়ারিকে
করা হলো ২৯ দিনে আর অশুভ ফেব্রুয়ারি মাসকে করা হলো ২৮ দিনে। সব মিলিয়ে নুমার
পঞ্জিকার অবস্থা দাঁড়ালো নিচের ছকের মতো।
Ianuarius
: দিন সংখ্যা ২৯
Februarius
: দিন সংখ্যা ২৮
Martius
: দিন সংখ্যা ৩১
Aprilis
: দিন সংখ্যা ২৯
Maius
: দিন সংখ্যা ৩১
Junius
: দিন সংখ্যা ২৯
Quintilis
: দিন সংখ্যা ৩১
Sextilis
: দিন সংখ্যা ২৯
September
: দিন সংখ্যা ২৯
October
: দিন সংখ্যা ৩১
November
: দিন সংখ্যা ২৯
December
: দিন সংখ্যা ২৯
রোমান এই পঞ্জিকা অনুসরণের কারণে ঋতুচক্রের হেরফের ঘটতো। বিশেষ করে খাজনা আদায় বা অন্যান্য ঋতুভিত্তিক উৎসব উদ্যাপনে বিশেষ অসুবিধার মুখোমুখি হতে হতো। ফলে সৌর বৎসর অনুসরণটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। এই সুবিধা দূরীকরণের জন্য সৌরবৎসর-ভিত্তিক একটি পঞ্জিকা তৈরি করা হয়েছিল। এই পঞ্জিকাই জুলিয়ান পঞ্জিকা নামে অভিহিত হয়ে থাকে।