জুলিয়ান পঞ্জিকা বা অব্দ
খ্রিষ্টপূর্ব ৭৫৩ অব্দের দিকে রোমের স্থপতি রোমুলাস হিসাবে রোমান পঞ্জিকা তৈরি
করেছিলেন। খ্রিষ্টপূর্ব ৪৫ অব্দ পর্যন্ত এই পঞ্জিকাই নানাবিধ পরিবর্তনের মধ্য দিয়ে
একটি অবস্থায় এসে দাঁড়িয়েছিল। দেখুন :
রোমান পঞ্জিকা।
খ্রিষ্টপূর্ব ৪৫ অব্দে রোম সম্রাট
জুলিয়াস সিজার (Julius
Caesar)
প্রাক্তন রোমান পঞ্জিকার সংস্কার করে একটি নতুন পঞ্জিকা উপস্থাপন করেন। জুলিয়াস
সিজারের নামানুসারে এই পঞ্জিকাটি জুলিয়ান পঞ্জিকা (Julian
calendar)
নামে পরিচিতি লাভ করে।
সাধারণভাবে ১২ মাসে ১ বৎসর এই বিধান অনুসরণে রোমান পঞ্জিকা চালু ছিল। এই পঞ্জিকার
দিনের সংখ্যা ছিল ৩৫৫ দিন। এর সাথে দিন যুক্ত করে দিনের সংখ্যা দাঁড়াতো ৩৭৭ বা ৩৭৮
দিন।
জুলিয়ান পঞ্জিকা মতে ৩৬৫.২৫ দিন এক বৎসর ধর হতো। ফলে
এর ফলে ৪ বৎসর পর অতিরিক্ত ১ দিন সৃষ্টি হতো। এই বাড়তি ১ দিনের
হিসাবকে সমন্বয় করার জন্য ৪ বৎসর অন্তর ফেব্রুয়ারি মাসের সাথে ১ দিন যুক্ত করার
বিধান রাখা হয়েছিল। এই পঞ্জিকা মতে বৎসরের শুরু ধরা হয়েছিল ১ জানুয়ারি।
এবং মাসগুলোর দিনের পরিবর্তন করে যে পঞ্জিকা তৈরি করা হয়েছিল, তা হলো−
Ianuarius
: দিন সংখ্যা ৩১
Februarius
: দিন সংখ্যা ২৯। অধিবর্ষে ৩০ দিন
Martius
: দিন সংখ্যা ৩১
Aprilis
: দিন সংখ্যা ৩০
Maius
: দিন সংখ্যা ৩১
Iunius
: দিন সংখ্যা ৩০
iulius
: দিন সংখ্যা ৩১।
জুলিয়াস সিজার-এর নামানুসারে Quintilis-এর
নাম পরিবর্তন করা হয়।
Sextilis
: দিন সংখ্যা ৩০
September
: দিন সংখ্যা ৩১
October
: দিন সংখ্যা ৩০
November
:
দিন সংখ্যা ৩১
December
: দিন সংখ্যা ৩০
খ্রিষ্টপূর্ব ৮ অব্দে রোম সম্রাট
অগাস্টাস
Sextilis
নাম পরিবর্তন করে রাখেন Augustus
।
একই সাথে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৮ (অধিবর্ষে ২৯) করা হয়। ফেব্রুয়ারি মাসের
এই দিন কেটে Augustus
মাসের
সাথে যুক্ত করা হয়। ফলে এই মাসের দিন সংখ্যা দাঁড়ায় ৩১। এই হিসাবে নতুন যে পঞ্জিকা
সৃষ্টি হয়, তা হলো।
Ianuarius
: দিন সংখ্যা ৩১
Februarius
: দিন সংখ্যা ২৮। অধিবর্ষে ২৯ দিন
Martius
: দিন সংখ্যা ৩১
Aprilis
: দিন সংখ্যা ৩০
Maius
: দিন সংখ্যা ৩১
Iunius
: দিন সংখ্যা ৩০
iulius
: দিন সংখ্যা ৩১।
জুলিয়াস
সিজারের নামানুসারে Quintilis-এর
নাম পরিবর্তন করা হয়।
Sextilis
: দিন সংখ্যা ৩১
অগাষ্টাস নামানুসারে Augustus-এর
নাম পরিবর্তন করা হয়।
September
: দিন সংখ্যা ৩১
October
: দিন সংখ্যা ৩০
November
:
দিন সংখ্যা ৩১
December
: দিন সংখ্যা ৩০
এরপর এই পঞ্জিকাটর পরিবর্তন করেন- পোপ গ্রেগোরি ত্রয়োদশ। পোপ গ্রেগোরির নামানুসারে এই সংস্কারকৃত পঞ্জিকার নামকরণ করা হয়- গ্রেগোরিয়ান পঞ্জিকা।