Kingdom:
Animalia |
এ্যাব্রিক্টোসোরাস
ইংরেজি :
Abrictosaurus
বৈজ্ঞানিক নাম : Abrictosaurus
consors
এই নামের অর্থ হলো―
জাগ্রত
টিকটিক [গ্রিক
abriktos
(awake,
জাগ্রত)+গ্রিক
sauros=Abrictosaurus]
এটি একটি দ্বিপদী
উদ্ভিদভোজী ডাইনোসর।
Abrictosaurus
নামটির আক্ষরিক অর্থ
হলো-জাগ্রত
টিকটিকি
(Awake
Lizard=
Gr. abriktos "awake" + Gr. Sauros)।
১৯৭৫ সালে এর নামকরণ করেন- জে এ হপসন
(J.
A. Hopson)।
এরা ছিল উদ্ভিদভোজী।
প্রায়
১৯ থেকে
২০ কোটি
বৎসর আগে
জুরাসিক (Jurassic)
অধিযুগের শুরুতে,
গোণ্ডোয়ানা
মহা-মহাদেশ (আদি দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা
অংশ) বসবাস করতো।
এর জীবাশ্ম পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের
Qacha's Nek
জেলার উর্ধ্ব এলিওট ভূস্তরে (Upper
Elliot Formation)।
এদের দৈর্ঘ্য
ছিল ৪.৬ ফুট (১.৪ মিটার),
নিতম্বের দিকে উচ্চতা ছিল ১.৩ ফুট (৩৫ সেন্টিমিটার) এবং ওজন ছিল- ৪৩-৪৫
কেজি।
এদের ছিল দীর্ঘ লেজ।
হাঁটার সময় এরা এই লেজ দেহের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহার করতো।
এরা দ্রুত দৌড়াতে পারতো।
এদের মুখের সম্মুখে
দাঁত ছিল না। ঘাস খাওয়ার জন্য এদের মুখের সম্মুখভাগে শক্ত ঠোঁট ছিল।
বৈজ্ঞানিক নাম
Abrictosaurus
consors।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
G:\bk\animal\dino\Agathaumas.htm