Kingdom: Animalia |
এ্যাল্বিসোরাস
ইংরেজি :
Albisaurus
।
Reptilia
শ্রেণির একটি গণ বিশেষ।
১৮৯৩
খ্রিষ্টাব্দে এর নামকরণ করেন- ফ্রিটসখ (Fritsch।
এই নামের অর্থ হলো- Albis
(নদী)
Lizard
(টিকটিকি)।
উভয় মিলে দাঁড়ায় নদীর
টিকটিকি।
একসময় ধারণা করা হয়েছিল যে, এই গণের প্রজাতিগুলো ডাইনোসর। এখন ধারণা করা হয়, এই গণের প্রজাতিগুলো ডাইনোসর নয়। Albisaurus-কে ডাইনোসরের বাইরে একটি পৃথক গণ হিসাবে বিবেচনা করা হয়। ক্রেটাসিয়াস অধিযুগের শেষার্ধে এরা ইউরোপীয় চেকোস্লোভাকিয়া অঞ্চলে এই গণের সরীসৃপগুলো বসবাস করতো। একটি প্রজাতিকে এই গণের মধ্যে বিবেচনা করা হয়। এই গণটি হলো Albisaurus scutifer।
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/