Kingdom:
Animalia |
এ্যালিওরেমাস
ইংরেজি : Alioramus
।
বৈজ্ঞানিক নাম—
Alioramus remotus
।
এই নামের অর্থ ভিন্নতর শাখা
(Different Branch=Lat. alius "other + Lat. ramus "branch")।
১৯৭৬ সালে কুরজানভ (Kurzanov)
এর নামকরণ করেন।
এরা
ছিল মাংসাশী।
৭
কোটি ৩০ লক্ষ বৎসর থেকে ৬ কোটি ৫০ লক্ষ বৎসর আগে (ক্রেটাসিয়াস
অধিযুগ)
এরা আদি
এশিয়া অঞ্চলে বসবাস করতো।
এর মাথার খুলি ও পায়ের হাড় পাওয়া গেছে মঙ্গোলিয়াতে।
এদের দৈর্ঘ্য ছিল ১৬-২০ ফুট (৫-৬ মিটার),
উচ্চতা ৭
ফুট (২ মিটার) এবং ওজন ছিল ১ টন (১০০০ কেজি)।
বিজ্ঞানীরা মনে করেন যে,
এটি
টির্যানোসোরাস-রেক্স-এর
নিকটবর্তী একটি প্রজাতি।
এরা ছিল দ্বিপদী।
সামনের দুটি ছোট হাতকে এরা শিকার ধরার জন্য ব্যবহার করতো।
এদের মুখের উপরিভাগে ছোট ছোট ৬টি খড়গ ছিল।
সূত্র:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।
http://en.wikipedia.org/wiki/