Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Reptilia
Order: Saurischia
Family: Ornithomimidae
Genus: Archaeornithomimus
Species
 Archaeornithomimus. asiaticus

আর্কিয়োর্নিথোমাইমাস
ইংরেজি : Archaeornithomimus
বৈজ্ঞানিক নাম : Archaeornithomimus. asiaticus

Ornithomimidae গোত্রের ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো- প্রাচীন পাখি-অনুরূপ  (Ancient Bird Mimic=Gr. arkhaios "ancient" + Ornithomimus (Gr. ornith- (ornis) "bird" + Gr. mimos "mimic") ১৯৭২ খ্রিষ্টাব্দে Archaeornithomimus গণের নামকরণ করেন রাসেল (Russell)। এই গণের ডাইনোসরের পূর্ববর্তী প্রজাতি নাম Ornithomimus asiaticus ছিল। ১৯৩৩ খ্রিষ্টাব্দে এই নামকরণটি করেছিলেন গিলমোর।

এরা ছিল মাংসাশী। প্রায় ৮ কোটি বৎসর আগে (ক্রেটাসিয়াস অধিযুগ) এরা আদি এশিয়া অঞ্চলে বসবাস করতো। এদের করোটির আংশিক জীবাশ্ম পাওয়া গেছে চীনে।

এদের দৈর্ঘ্য ছিল ৩ ফুট (১ মিটার) ও ওজন ছিল ২০ কেজি। এরা ছোট ছোট স্তন্যপায়ী, টিকটিকি, বড় বড় পতঙ্গ আহার করতো। শিকারের সময় এরা সামনের হাত দুটি ব্যবহার করতো।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://en.wikipedia.org/wiki/Archaeornithoides
http://www.artoflegendindia.com/archaeornithoides-p-5588.html