Kingdom: Animalia
Phylum: Chordata
Clade: Dinosauria
Suborder: Theropoda
Family: Dromaeosauridae
Subfamily: Dromaeosaurinae
Genus: Achillobator
Perle, Norell, & Clark, 1999
Species: A. giganticus

এ্যার্কিলোব্যাটর
ইংরেজি: Archillobator
বৈজ্ঞানিক নাম: Archillobator giganticus

Archillobator গণের  ডাইনোসর বিশেষ। এই নামের অর্থ হলো  এ্যাকিলিস-নায়ক  (Achilles bator)  উল্লেখ্য Achilles ছিলেন প্রখ্যাত গ্রিক বীর এবং মোঙ্গোলিয়ান শব্দ (bator) হলো নায়ক বা বীরএই দুটি শব্দের সমন্বয়ে এই ডাইনোসরের নামকরণ করা হয়েছে।

১৯৮৯ খ্রিষ্টাব্দে মোঙ্গোলিয়া এবং তৎসংলগ্ন রাশিয়া থেকে এদের জীবাশ্ম সংগ্রহ করেছিলেন
Burkhant। কিন্তু এই জীবাশ্ম সম্পর্কিত গবেষণাপত্র ১৯৯৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত অপ্রকাশিত ছিল।

এরা ছিল মাংসাশী
ক্রেটাসিয়াস অধিযুগ-এ (৯ কোটি থেকে ৮ কোটি বৎসরের ভিতরে) এশিয়ার মঙ্গোলিয়া অঞ্চলে এদের আবির্ভাব ঘটোএই যুগের শেষভাগে এরা বিলুপ্ত হয়ে যায়।

এদের দৈর্ঘ্য ছিল ১৬ ফুট (৫ মিটার) এবং ওজন ছিল ৪৫০ কেজি। এরা ছিল দ্বিপদী হাতে ও পায়ের  নখ ছিল শিকলের মতো পাকানো। ধারণা করা হয়, এদের শরীর পশমে আবৃত ছিল। লেজের দিকে সম্ভবত পাখনার মতো পালক ছিল।


সূত্র :
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই ২০০৫।
http://www.prehistoric-wildlife.com/species/a/achillobator.html
http://en.wikipedia.org/wiki/Achillobator
http://dinosaurs.wikia.com/wiki/Achillobator