আর্কিপ্লাস্টিডা
Archaeplastida
সমনাম:
Plantae Cavalier-Smith, 1981
Primoplastobiota Reviers, 2002
Primoplantae Palmer et al. 2004
১৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে পালেপ্রোটারোজোয়িক যুগে- সু-প্রাণকেন্দ্রীয় কোষ (Eukaryotic cell)-ভিত্তিক ইউক্যারিয়েটা স্বক্ষেত্রের উদ্ভিদকুলের উদ্ভব হয়েছিল। এই সময়ের ভিতরে জীবকুল নানাভাবে বিভাজিত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের মধ্যে এই বিভাজন নিয়ে মতভেদ আছে। ২০১২ খ্রিষ্টাব্দে International Society of Protistologists জীবকুলকে মোট ৫টি ভাগ করেছে। এই ভাগগুলোর একটি হলো- আর্কিপ্লাস্টিডা।
আর্কিপ্লাস্টিডা ৩টি উপদলে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হলো-
গ্লায়ুকোফাইটা (Glaucophyta): এককোষী শৈবাল।
হ্রোডোফাইসি (Rhodophyceae): লোহিত শৈবাল।
ক্লোরোপ্লাস্টিডা (Chloroplastida): সবুজ শৈবাল এবং স্থল-উদ্ভিদের সমন্বিত উদ্ভিদকুল।
সূত্র: