ইউক্যারিয়োটা
Eukaryota

সু-প্রাণকেন্দ্রীয় কোষ ভিত্তিক জীবজগতের আদি স্বক্ষেত্রের (Domain) একটি। এদের দেহে পাওয়া যায় সু-প্রাণকেন্দ্রীয় কোষ সাধারণত এই কোষের আকার দশ থেকে একশ মাইক্রোমিটার (µm) পর্যন্ত হয়ে থাকে।  গ্রিক εὖ  (Eu উত্তম বা যথার্থ) এবং κάρυον  (karyon শাঁস) এই দুটি শব্দের সমন্বয়ে, ১৯২৫ খ্রিষ্টাব্দের  ফরাসি বিজ্ঞানী এডওয়ার্ড চ্যাট্ন (Édouard Chatton, 1883-1947) এই স্বক্ষেত্রের নামকরণ করেছিলেন।

হৃয়াসিয়ান অধিযুগ (২৩০-২০০.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) হুরোনিয়ান বরফযুগর শেষ হয়। ২১০ কোটি খ্রিষ্টাব্দের ভিতরে আদি জীবকণিকাগুলোর একটি অংশ বিবর্তিত হয়ে সু-প্রাণকেন্দ্রীয় কোষ  -যুক্ত জীবে পরিণত হয়। উল্লেখ্য, বিজ্ঞানীরা এই আদি জীবকুলকে ইউক্যারিয়োটা (Eukaryota) জীবস্বক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকেন।

বিজ্ঞানীরা মনে করেন ২৫০-১৬০ কোটি িবাব্দে পালেপ্রোটারোজোয়িক যুগে এই জীবকোষভিত্তিক জীবের বিকশিত হয়েছিল। উল্লেখ্য, ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আবির্ভূত গ্রাইপেনিয়া  (Grypania) নামক শৈবালের জীবাশ্মে এই জাতীয় কোষের সন্ধান পাওয়া গিয়েছে।

১৯৯৯ খ্রিষ্টাব্দে ভূতত্ত্ববিদরা উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু পাথরের সন্ধান এদের সন্ধান পান। এই পাথরগুলো ২৭০ কোটি বৎসর আগে সৃষ্টি হয়েছিল। এই পাথরের গায়ে কিছু তৈলাক্ত পদার্থ পাওয়া যায়। এই তেলের ভিতর পাওয়া গেছে স্টেরয়েড এ্যালকোহল। যেহেতু এই এ্যালেকোহল যুক্ত ফ্যাটি এ্যাসিড একমাত্র নিউক্লিয়াস কোষযুক্ত জীবকোষে পাওয়া যায়। তাই ধারণা করা যায় নিউক্লিয়াসযুক্ত
 জীবকোষের উদ্ভব এই যুগেই হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন যে, নিউক্লিয়াসযুক্ত কোষের আবির্ভাব ঘটেছিল দুটি পৃথক ধরনের একক জীব কণিকার সমন্বয়ে। এই ধরনের জীব-কণিকাগুলো পারস্পরিক স্বার্থে একটি অপরটি ভিতরে জায়গা করে নিতো। এদের একটি অক্সিজেন থেকে চিনি জাতীয় জৈবিক খাদ্য প্রস্তুত করতে পারতো এবং এই চিনি অপর জীবকণিকাকে প্রদান করতো। অপর জীবকণিকা এই চিনি গ্রহণ করে, তা থেকে শক্তি উৎপাদন করতো এবং তা উভয় জীবকণিকা ভাগাভাগি করে নিত। চিনি উৎপাদনকারী এই জীবকণিকা বা ব্যাক্টেরিয়াগুলো অর্গানেলস (organelles) বলা হয়ে থাকে। এরা নিজেদের বংশ বিস্তার করার ক্ষমতা অর্জন করেছিল।

সু-প্রাণকেন্দ্রীয় কোষ (Eukaryotic cell)-ভিত্তিক জীবকুল নানাভাবে বিভাজিত হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের মধ্যে এই বিভাজন নিয়ে মতভেদ আছে।  ২০১২ খ্রিষ্টাব্দে International Society of Protistologists জীবকুলকে মোট ৫টি ভাগ করেছে। এই ভাগগুলো হলো -
 

ইউক্যারিয়োটা থাক থেকে উৎপন্ন জীবের শ্রেণিবিভাগ নিয়ে বিজ্ঞানী মহলে বিতর্ক আছে। সাধারণভাবে বলা হয়, উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, প্রোটিস্টা, ইউব্যাক্টেরিয়া, আর্কিব্যাক্টেরিয়া উৎপন্ন হয়েছে। এগুলোকে ইউক্যারিয়োটা থাকের অন্তর্গত জীবরাজ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।


সূত্র: