২০১০ খ্রিষ্টাব্দের হিসাব অনুসারে বাঙালির সংখ্যা
বাংলাদেশ ১৫,০৫, ০০,০০০ 
ভারত ৭,০০, ০০,০০০ 
সৌদি আরব ১০,০০,০০০ 
সংযুক্ত আরব আমিরাত ৬,০০,০০০ 
যুক্তরাজ্য ৫,০০,০০০ 
মালয়েশিয়া য ২,৩০,০০০ 
কুয়েত ১,৫০,০০০ 
মার্কিন যুক্তরাষ্ট্র  ১,৪৩,৬১৯  
দক্ষিণ কোরিয়া ১,৩০,০০০ 
বাহরাইন ১,২০,০০০ 
ওমান ১,১৫,০০০  
কানাডা ২৪,৫৯৫
ইতালি ৩৫,০০০
নেপাল ২৩,০০০
অস্ট্রেলিয়া ১৬,০০০
জাপান ১১,০০০

বাঙালি
বাঙালি একটি ভাষাভিত্তিক জাতিসত্তা এবং একটি সংস্কৃতির নাম। ভারতবর্ষের পূর্বাঞ্চলের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জাতিসত্তার বিকাশ ঘটেছে। বর্তমানে বাঙালিরা বাংলাদেশ,
ভারতের পশ্চিমবঙ্গ এবং ভারতের ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড-সহ ভারতের অন্যান্য প্রদেশে বসবাস করে। এছাড়া প্রবাসী বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, অষ্ট্রেলিয়া ইত্যদি দেশে।

অন্যান্য জাতির সাংস্কৃতিক পরিচয়ের সূত্র হিসেবে বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয় নিরুপিত হবে জাতিগত বৈশিষ্ট্যের বিচারে। এই বৈশিষ্ট্যগুলো হলো-