ইউরেপ্টিলিয়া
ইংরেজি: Eureptilia

Kingdom (জীবরাজ্য): Animalia (প্রাণিজগৎ)
Phylum
(পর্ব): Chordata (কর্ডাটা)
Clade
(থাক্): Sauropsida
Class
(শ্রেণি): Reptilia (সরীসৃপ)
Clade (থাক্): Eureptilia (ইউরেপ্টিলিয়া)
Olson, 1947

প্রাণীজগতের সরীসৃপ শ্রেণির অন্তর্গত একটি থাক বিশেষ। কচ্ছপ ছাড়া বাকি সকল প্রকার অবিলুপ্ত সরীসৃপকে এই থাকের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই এই ধারার প্রাণীকুলকে বলা হয় যথার্থ সরীসৃপ।

কার্বোনিফেরাস অধিযুগর ৩১ কোটি ২০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে আদি সরীসৃপ শ্রেণির প্রাণিকুল থেকে উদ্ভব হয়েছিল ইউরেপ্টিলিয়া ( Eureptilia)  জাতীয় সরীসৃপ-প্রজাতিসমূহ। এই ধারার প্রজাতিসমূহ একালেও পাওয়া যায়।
 
অন্যদিকে
২৯.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে অবশিষ্ট সরীসৃপ জাতীয় প্রাণীকুল থেকে উদ্ভব ঘটেছিল প্যারেপ্টিলিয়া (Parareptilia) থাকের প্রাণীকুল। তবে এদের সকল প্রজাতি ২০ কোটি ১৩ লক্ষ খ্রিষ্টাব্দের ভিতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল।

৩১ কোটি ২০ লক্ষ খ্রিষ্টাব্দে আবির্ভূরত মূল ধারারর সরীসৃপকে রোমেরিডা (Romeriida) থাক হিসেবে বিবেচনা করা হয়। ৩০ কোটি ৭১ লক্ষ খ্রিষ্টপূর্বাদের দিকে ইউরেপ্টিলিয়া থাকের সরীসৃপ থেকে উদ্ভব হয় ব্রোউফ্‌ফিয়া ও কোয়েলোস্টেগাস গণের  প্রজাতিসমূহ। এই দুটি গণের দুটি প্রজাতির জীবাশ্ম পাওয়া গেছে। এই দুটি প্রজাতি হলো-

মূলধারার ইউরেপ্টিলিয়া থাকের সরীসৃপ থেকে ৩০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে সৃষ্টি হয়েছিল ক্যাপ্টোহৃনিডে (Captorhinidae) গোত্রের ক্যাপ্টোহৃনাস (Captorhinus) গণ। এই গণের প্রজাতি Captorhinus aguti-এর উদ্ভব হয়েছিল ২৮ কোটি ৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে।  ২৫ কোটি ৫০ লক্ষ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।

একই সময় উদ্ভব হয়েছিল থুরিঙ্গোথাইরিস Captorhinus aguti (Thuringothyris) গণের Thuringothyris mahlendorffae নামক প্রজাতি। ২৭ কোটি ৯৫ খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল।

ইউরেপ্টিলিয়া থাকের সরীসৃপের শ্রেণিবিভাজন


তথ্যসূত্র :