ডুয়েক্স-ওভেরচার গুহা শিল্পকর্ম
Deux-Ouvertures Cave Art
খ্রিষ্টপূর্ব ২৬৫০০ অব্দের দিকে ফ্রান্সের
Grotte des Deux-Ouvertures
গুহায় প্রাপ্ত গুহা শিল্পকর্ম।
প্রায় ৩০,০০০ খ্রিষ্ট-পূর্বাব্দের দিকে এই অঞ্চলের চাওভেত গুহায় পাওয়া গিয়েছিল রঙিন গুহাচিত্র
(চাওভেত গুহাচিত্র)। সম্ভবত এরই
ধারাবাহিকতায় সেকালের
ক্রো-ম্যাগনানদের একটি দল এই ডুয়েক্স-ওভেরচার গুহায় বসতি স্থাপন করেছিল। এদের দ্বারাই অঙ্কিত হয়েছিল এই গুহাচিত্রগুলো। উল্লেখ্য,
চাওভেত গুহাচিত্র অঙ্কিত হয়েছিল
ক্রো-ম্যাগনান
সভ্যতা
অরিগ্ন্যাসিয়ান সভ্যতা
স্তরের মধ্যভাগে। আর ডুয়েক্স-ওভেরচার গুহায় ছবিগুলো আঁকা হয়েছিল, এই স্তরের শেষের দিকে।
এই গুহায় পাওয়া গেছে ম্যামোথ, বাইসন, আইবেক্স ইত্যাদি প্রাণীর প্রায় ৩০টি ছবি। আর পাওয়া গেছে অর্ধ-মানব-জন্তুর চিত্র।
|
|
খোদাইকৃত আইবেক্সের চিত্র |
গবাদি পশুর চিত্র |