চাওভেত গুহাচিত্র
Chauvet Cave Art
খ্রিষ্টপূর্ব ৩২-৩০ হাজার অব্দের দিকে ফ্রান্সের
চাওভেত গুহায়
ক্রো-ম্যাগনানদের
দ্বারা অঙ্কিত গুহাচিত্র। এই সময়ে
ক্রো-ম্যাগনান
সভ্যতা
অরিগ্ন্যাসিয়ান সভ্যতা
স্তরে ছিল। এই কারণে একে
অরিগ্ন্যাসিয়ান সভ্যতার চিত্রকর্ম হিসেবে অভিহিত করা হয়।
এই সময় পৃথিবীতে চলছিল
কোয়াটার্নারি বরফ যুগের
শেষ হিমবাহ অধিযুগ
(Last Glacial Period)
। এর প্রভাবে স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চল ব্রিটেন, ইউরোপের মূল ভূখণ্ড, উত্তর-পশ্চিম এশিয়া
বরফে ঢাকা পড়ে গিয়েছিল। এর এই প্রভাব
ছিল ১৫,০০০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত। এই সময়ে ফ্রান্সের
দিকে
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে এই হিমবাহ অধিযুগ
শেষ হয়ে যায়। এই সময় ক্রো-ম্যাগনানদের
একটি দল ফ্রান্সের
চাওভেত গুহায়
আশ্রয় নিয়েছিল। এই সময় এদের এক বা একাধিক শিল্পী নানা রকম গুহাচিত্র অঙ্কন করেছিল।
এ গুহাচিত্রে পাওয়া গেছে সে সময়ের জীবিত ১৩টি প্রজাতির চিত্র। এর ভিতরে ছিল
শিকারী পশু ও গণ্ডার। শিকারী পশুদের ভিতরে ছিল গুহা সিংহ, চিতা, ভালুক, গুহা হায়না
ইত্যাদি। এসকল গুহাচিত্রের কোনটিতেই মানুষের পূর্ণাঙ্গ রূপ পাওয়া যায় না। অবশ্য এই
সময়ের তৈরিকৃত ভেনাসে মূর্তিগুলিতে নারীমূর্তির ত্রিমাত্রিক রূপ পাওয়া যায়। তবে এসব
চিত্রে মানুষের মুখের সবকিছু ফুটিয়ে তোলা হয় নি।
|
|
বাইসন, ঘোড়া ও গণ্ডারের চিত্র (মূল চিত্রের নকল) |
গুহা-সিংহের চিত্র (মূল চিত্রের নকল) |
গণ্ডারের চিত্র |
হরিণের চিত্র |