নকশা
বানান বিশ্লেষণ: ন্+অ+ক্+অ+শ্+আ।
উচ্চারণ : nɔk.ʃa  (নক্.শা)
            নক্ =নক্। (নক্ একাক্ষর তৈরি করে)
            শা =শা। (আকারন্ত শা একাক্ষর তৈরি করে)

শব্দ-উৎস: আরবি নকশাহ্>বাংলা নকশা।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| চিন্তন কার্যক্রম | সৃজনশীল কার্যক্রম | সুনির্দিষ্ট কার্যক্রম | মনুষ্য কার্যক্রম | ঘটিত বিষয় | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: সাধারণ অর্থে সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে, নিয়মতান্ত্রিক পরিকল্পনা অনুসারে নির্বাচিত উপকরণের দ্বারা সাজানোর দৃশ্যমান অবয়ব হলো নকশা। তবে বিশেষভাবে
রেখার দ্বারা অঙ্কিত চিত্রকে নকশা বলা হয়। ইংরেজি : Design

এই চিত্রের প্রকৃতি অনুসারে কয়েকভাগে ভাগ করা যায়। যেমন

১. চিত্রাদির কাঠামো বা খসড়া, স্কেচ।
২. কোনো পরিকল্পনার রেখাচিত্র। যেমন
বাড়ির নকশা।
৩. জায়গা-জমি বাড়ি ইত্যাদির অবস্থান, পরিমাণ, বিভাগ ইত্যাদি প্রদর্শনের জন্য সৃষ্ট মানচিত্র।
৪. চিত্রিত অলংকরণের জন্য ব্যবহৃত নকশা। যেমন
নকশা-কাটা চাদর।

আলপনাতে ব্যবহৃত প্রাকৃতিক নকশা

আলপনাতে ব্যবহৃত জ্যামিতিক নকশা

নকশার জন্য ব্যবহৃত চিত্রের দুটি উৎস ব্যবহৃত হয়। উৎস দুটি হলো