শিরস্থান (নক্ষত্র)
উত্তর আকাশের মেষ মণ্ডল/রাশি (Aries) নক্ষত্রমণ্ডলের একটি যুগল নক্ষত্র

আরবি :
الشراطان (আল হামেল শারাতন)। এই নামের অর্থ হলো 'দুটি চিহ্ন'। এই নক্ষত্রটি মেষ রাশির মাথায় দ্বিতীয় শিং তৈরি করেছে। 
ইংরেজি: Sheratan। এই নাম দুটি আরবি নাম থেকে গৃহীত হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানগত নাম :
Beta Arietis

      বিষুবাংশ (RA) : ০১ঘ ৫৪ মি ৩৮.৪১০৯৯সে
      বিষুবলম্ব
(Dec) : +২০৪৮ মি ২৮.৯১৩৩ সে

এটি একটি  A5 V বর্ণালীযুক্ত
দূরত্ব :
পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৫৯.৬ আলোকবর্ষ।

এই যুগল নক্ষত্রের প্রথমটিকে বলা হয় Beta Arietis A
এর
ভর : সৌরভরের ২.২৪ গুণ।
ঊজ্জ্বল্য : ২৩.০।
উপরিতলের মাধ্যাকর্ষণ ৪.০
তাপমাত্রা ৯,০০০ কেলভিন
আবর্তন : নক্ষত্রটি নিজ অক্ষের উপর ৩৭ কিলোমিটার/সেকেন্ড বেগে আবর্তিত হচ্ছে।
বয়স প্রায় ৩০ কোটি বৎসর।

এই যুগল নক্ষত্রের প্রথমটিকে বলা হয় Beta Arietis B
ভর : প্রায় ১.৩৪গুণ সৌরভরের সমান। 
ঊজ্জ্বল্য : ১.৩।

এর মূল নক্ষত্র A -কে কেন্দ্র করে গ্রহ-নক্ষত্র B ১০৭ দিনে পূর্ণ আরবর্তন সম্পন্ন করে।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/Beta_Arietis
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition