মেষ
রাশি
(নক্ষত্রমণ্ডল)
ইংরেজি :
Aries।
সংক্ষিপ্ত নাম: Ari।
রাশি প্রতীক :
♈।
পূর্ব-উত্তর আকাশের
এটি একটি
নক্ষত্রমণ্ডল।
প্রাচীনকাল থেকে এটি ১২টি রাশির প্রথম রাশি হিসাবে পরিচিত। গ্রিক পৌরাণিক কাহিনীর
স্বর্ণমেষে শিং হিসাবে বিবেচনা করা হয়েছিল।
টলেমি তাঁর নক্ষত্রমণ্ডলের তালিকার
৪৮টি নক্ষত্রমণ্ডলের মধ্যে একে স্থান দিয়েছিলেন। বর্তমানে যে ৮৮টি
নক্ষত্রমণ্ডল মান্য করা হয়, এই নক্ষত্রমণ্ডল তার একটি।
খ-গোলকের বিষুব অঞ্চলের উত্তর দিকে মীন মণ্ডল/রাশি (Pisces) এবং বৃষ মণ্ডল/রাশি (Taurus) এর মাঝখানে এই নক্ষত্রমণ্ডল অবস্থিত। আকারে বিচারে একে মধ্যম সারির নক্ষত্রমণ্ডল হিসাবে বিবেচনা করা হয়। আকারের বিচারে এর অবস্থান ৩৯তম। মহাকাশীয় হিসাবে ৪৪১ বর্গ ডিগ্রি। সমগ্র খ-গোলক এই নক্ষত্রমণ্ডলটি ১.১% স্থান দখল করে আছে।
বিষুবাংশ
(RA)
: ৩ ঘণ্টা
বিষুবলম্ব (Dec)
: ২০ ডিগ্রি।
এই নক্ষত্র মণ্ডলের নক্ষত্রমণ্ডলের
উজ্জ্বলতম নক্ষত্রটি হলো অমল (α
Arietis)।
এই নক্ষত্রমণ্ডলের নক্ষত্রসমূহের নাম।
অমল (α Arietis)
শিরস্থান
(β Arietis)
মুখরশ্মি
(γ Arietis)
৫৩ অরিটিস
(53 Arietis)
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
http://www.astro.wisc.edu/~dolan/constellations/constellations/Orion.html