অন্ধকার রাতে পৃথিবী
থেকে দূর-আকাশের দিকে তাকালে
যে সকল
নক্ষত্র দেখা যায়, তাদের কিছু কিছু নক্ষত্রের সাথে কাল্পনিক রেখা যুক্ত করে,
বিভিন্ন বিষয়বস্তু কল্পনা করা হয়। প্রাচীনকালের জ্যোতির্বিজ্ঞানীরা এই সকল
বিষয়বস্তুর নামকরণ করেছিলেন পৌরাণিক চরিত্র বা পার্থিব কোন বস্তুর সাথে মিল রেখে।
এই নক্ষত্রসমূহ নিয়ে তৈরিকৃত এই সকল কাল্পনিক চিত্রগুলিকে নক্ষত্রমণ্ডল বলা হয়।
সবচেয়ে প্রাচীন নক্ষত্রমণ্ডলের তালিকা পাওয়া যায়— নক্ষত্রমণ্ডলের পরিচয় পাওয়া যায়
ব্রোঞ্জ যুগের শুরুর দিকে সুমেরিয়ান জ্যোতির্বিজ্ঞানে। এই সূত্রে মধ্য ব্রোঞ্জ আমলে
প্রাচীন ব্যাবিলনের জ্যোতির্বিজ্ঞানে, এই নক্ষত্রমণ্ডলকে গ্রহণ করা হয়। এই
নক্ষত্রমণ্ডলকে ভিত্তি করে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে নব্য ব্যবিলন সভ্যতায়
রাশিচক্র তৈরি হয়েছিল।
খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দী
পর্যন্ত টলেমি কর্তৃক নির্ধারিত ৪৮টি নক্ষত্রমণ্ডলকে ইউরোপে স্বীকৃত ছিল। টলেমির
নির্ধারিত নক্ষত্রমণ্ডগুলোর এলাকাগুলো ছিল বিশাল। এই কারণে টলেমির নক্ষত্রমণ্ডলের
তালিকা পরিত্যাক্ত হয়। ১৭৬৩ খ্রিষ্টাব্দে
Nicolas Louis de Lacaille
প্রণীত Coelum Australe Stelliferum
গ্রন্থে প্রকাশিত হয়েছিল। এছাড়া বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী বিভিন্ন সময়ে
নক্ষত্রমণ্ডলগুলোকে বিভিন্নভাবে বিভিন্ন নামে অভিহিত করেছেন।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সঙ্ঘ
[International Astronomical
Union (IAU)] ১৯২২
খ্রিষ্টাব্দে ৮৮টি নক্ষত্রমণ্ডলকে স্বীকৃতি দিয়েছে।
অবশ্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সঙ্ঘের তালিকার সাথে চীন, ভারত বা অন্যান্য
প্রাচীন সভ্যতার নক্ষত্রমণ্ডলের সামঞ্জস্য পাওয়া যায় না।
নিচে এই সকল
নক্ষত্রমণ্ডলের তালিকা দেওয়া হলো।
বাংলা বর্ণানুক্রমিক সূচি | ইংরেজি বর্ণানুক্রমিক সূচি |
অণুবীক্ষণ মণ্ডল (Microscopium) অরিগা মণ্ডল (Auriga) অর্ণবযান মণ্ডল (Argo Navis ) অশ্বতর মণ্ডল (Equuleus) অষ্টাংশ মণ্ডল (Octans) আন্টলিয়া মণ্ডল (Antlia) ঈগল মণ্ডল (Aquila) উত্তর কিরীট মণ্ডল (Corona Borealis) একশৃঙ্গী মণ্ডল (Monoceros) এ্যান্ড্রোমিডা (Andromeda) ওফিয়াকাস মণ্ডল (Ophiuchus) কন্যা মণ্ডল/রাশি (Virgo) কপোত মণ্ডল (Columba) করতল মণ্ডল (Corvus) কর্কট (Cancer) কাংস্য মণ্ডল (Crater) কালপুরুষ মণ্ডল (Orion) কুম্ভ মণ্ডল/রাশি (Aquarius) কোমা বারেনিসিস মণ্ডল (Coma Berenices) ক্যারিনা (Carina) ক্যাসিওপিয়া (Cassiopeia) কৃকলাস (Chamaeleon) গোধা মণ্ডল (Lacerta) ঘটিকা মণ্ডল (Horologium) চিত্রক্রমেল মণ্ডল (Camelopardalis) চিত্রপট মণ্ডল (Pictor) টুকানা মণ্ডল (Tucana) ডেলফিনাস মণ্ডল (Delphinus) ডোরাডো মণ্ডল (Dorado) ড্রাগন মণ্ডল (Draco) তিমি মণ্ডল (Cetus) তুলা (Libra) ত্রিকোণ মণ্ডল (Triangulum) ত্রিশঙ্কু মণ্ডল (Crux) দক্ষিণ কিরীট মণ্ডল (Corona Australis) দক্ষিণ ত্রিকোণ মণ্ডল (Triangulum Australe) দক্ষিণ মীন মণ্ডল (Piscis Australis) দূরবীক্ষণ মণ্ডল (Telescopium ) ধনু মণ্ডল/রাশি (Sagittarius) ধূম্রাট মণ্ডল (Apus) পক্ষীরাজ (Pegasus) পতত্রীমীন মণ্ডল (Volans Piscis) পাপিস মণ্ডল (Puppis) পার্সিয়াস মণ্ডল (Perseus) পিক্সিস মণ্ডল (Pyxis) ফরনাক্স মণ্ডল (Fornax) বক মণ্ডল (Cygnus) বনমার্জার মণ্ডল (Lynx) বাণ মণ্ডল (Sagitta) বুটিস মণ্ডল (Boötes) বৃত্ত মণ্ডল (Circinus) বৃশ্চিক মণ্ডল/রাশি (Scorpius) বৃষ মণ্ডল/রাশি (Taurus) বীণা মণ্ডল (Lyra) বেদী মণ্ডল (Ara) ভাস্কর মণ্ডল (Sculptor) ভেলা মণ্ডল (Vela) মকর মণ্ডল/রাশি (Capricornus) মক্ষিকা মণ্ডল (Musca) ময়ূর মণ্ডল (Pavo) মানদণ্ড মণ্ডল (Norma) মিথুন মণ্ডল/রাশি (Gemini) মীন মণ্ডল/রাশি (Pisces) মৃগব্যাধ (Canis Major) মেনসা মণ্ডল (Mensa) মেষ মণ্ডল/রাশি (Aries) যামী মণ্ডল (Eridanus) রেটিকুলাম মণ্ডল (Reticulum) লঘু সপ্তর্ষি মণ্ডল (Ursa Minor) লঘু সিংহ মণ্ডল (Leo Minor) শশ মণ্ডল (Lepus) শার্দূল মণ্ডল (Lupus) শূণীমণ্ডল (Canis Minor) শৃগাল মণ্ডল (Vulpecula) শেফালী মণ্ডল (Cepheus) ষষ্ঠাংশ মণ্ডল (Sextans) সপ্তর্ষিমণ্ডল (Ursa Major) সম্পাতি মণ্ডল (Phoenix) সর্প মণ্ডল (Serpens) সারমেয় যুগল মণ্ডল (Canes Venatici) সারস মণ্ডল (Grus) সিংহ মণ্ডল/রাশি (Leo) সিন্ধু মণ্ডল (Indus) সেন্টারাস মণ্ডল (Centaurus) সে-লাম (Caelum) স্কুটাম মণ্ডল (Scutum) হারকিউলিস মণ্ডল (Hercules) হ্রদ মণ্ডল (Hydrus) হ্রদসর্প মণ্ডল (Hydra) |
Andromeda
(এ্যান্ড্রোমিডা) Antlia (আন্টলিয়া) Apus (ধূম্রাট) Aquarius (কুম্ভ) Aquila (ঈগল) Ara (বেদী) Aries (মেষ) Argo Navis (অর্ণবযান) Auriga (অরিগা) Boötes (বুটিস মণ্ডল) Caelum (সে-লাম) Camelopardalis (চিত্রক্রমেল) Cancer (কর্কট) Canes Venatici (সারমেয় যুগল) Canis (মৃগব্যাধ) Canis Minor (শূণী) Cepheus (শেফালী) Capricornus (মকর) Carina (ক্যারিনা) Cassiopeia (ক্যাসিওপিয়া) Centaurus (সেন্টারাস) Cetus (তিমি) Chamaeleon (কৃকলাস) Circinus (বৃত্ত) Columba (কপোত) Coma Berenices (কোমা বারেনিসিস) Corona Australis (দক্ষিণ কিরীট) Corona Borealis (উত্তর কিরীট) Corvus (করতল) Crater (কাংস্য) Crux (ত্রিশঙ্কু) Cygnus (বক) Delphinus (ডেলফিনাস) Dorado (ডোরাডো) Draco (ড্রাগন) Equuleus (অশ্বতর) Eridanus (যামী) Fornax (ফরনাক্স) Gemini (মিথুন) Grus (সারস) Hercules (হারকিউলিস) Horologium (ঘটিকা) Hydra (হ্রদসর্প) Hydrus (হ্রদ) Indus (সিন্ধু) Lacerta (গোধা) Leo (সিংহ) Leo Minor (লঘু সিংহ) Lepus (শশ) Libra (তুলা) Lupus (শার্দূল) Lynx (বনমার্জার) Lyra (বীণা) Microscopium (অণুবীক্ষণ) Mensa (মেনসা) Monoceros (একশৃঙ্গী) Musca (মক্ষিকা) Norma (মানদণ্ড) Octans (অষ্টাংশ) Ophiuchus (ওফিয়াকাস) Orion (কালপুরুষ) Pavo (ময়ূর) Pegasus (পক্ষীরাজ) Perseus (পার্সিয়াস) Phoenix (সম্পাতি) Pictor (চিত্রপট) Pisces (মীন) Piscis Australis (দক্ষিণ মীন) Puppis (পাপিস) Pyxis (পিক্সিস) Reticulum (রেটিকুলাম) Sagitta (বাণ) Sagittarius (ধনু) Scorpius (বৃশ্চিক) Sculptor (ভাস্কর) Scutum (স্কুটাম) Serpens (সর্প) Sextans (ষষ্ঠাংশ) Taurus (বৃষ) Telescopium (দূরবীক্ষণ) Triangulum (ত্রিকোণ) Triangulum Australe (দক্ষিণ ত্রিকোণ) Tucana (টুকানা) Ursa Major (সপ্তর্ষিমণ্ডল) Ursa Minor (লঘু সপ্তর্ষি) Vela (ভেলা) Virgo (কন্যা) Volans Piscis (পতত্রীমীন) Vulpecula (শৃগাল মণ্ডল) |
সূত্র:
তারা-পরিচিতি। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।
'বই মেলা" ফেব্রুয়ারি ১৯৯৪।