ক্যারিনা
ইংরেজি : carinae
সংক্ষিপ্ত রূপ : car

নক্ষত্রমণ্ডল বিশেষ। অর্ণব নক্ষত্রমণ্ডলের দক্ষিণাংশকে ক্যারিনা নক্ষত্রমণ্ডল হিসেবে বিবেচনা করা হয়। এর সীমান্তবর্তী নক্ষত্রমণ্ডলীগুলো হলো ভেলা মণ্ডল, পাপিস মণ্ডল, চিত্রপট মণ্ডল, পতত্রীমীন মণ্ডল, চিত্রক্রমেল মণ্ডল কৃকলাস মণ্ডল, মক্ষিকা মণ্ডল, ও সেন্টারাস মণ্ডল । এর বিষুবাংশ (RA) : ৯ ঘণ্টা  এবং বিষুবলম্ব (Dec) : -৬০ ডিগ্রি।

এই নক্ষত্রমণ্ডলের উল্লেখযোগ্য বিষয়বস্তু হলো কল্প ক্রস। চারটি তারা নিয়ে একটি ক্রসের কল্পনা করা হয়েছে। এই নক্ষত্রমণ্ডলের এর উজ্জ্বলতম নক্ষত্র হলো
অগস্ত্য

এই নক্ষত্রমণ্ডলের উল্লেখযোগ্য নক্ষত্রসমূহের তালিকা
α Carinae  অগস্ত্য
β Carinae
ε Carinae
ο Carinae
χ Carinae
ϲ Carinae
i
Carinae
ι Carinae
ω Carinae
θ Carinae


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাক এসোসিয়েশন

http://en.wikipedia.org/wiki/

contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
http://www.noao.edu/image_gallery/html/im0061.html