নক্ষত্র নক্ষত্র
ইংরেজি : Canopus
জ্যোতির্বিজ্ঞান নাম
α Carina,α Car

ক্যারিনা নক্ষত্র মণ্ডলের অন্তর্গত একটি উজ্জ্বল নক্ষত্র। দক্ষিণ আকাশের উজ্জ্বলতম এবং সমগ্র আকাশের বিচারে দ্বিতীয় উজ্জ্বলতম নক্ষত্র।

হিন্দু পৌরাণিক ঋষি অগস্ত্যের নামানুসারে এই নক্ষত্রটির নামকরণ করা হয়েছে। গ্রিক পৌরাণিক চরিত্র ক্যানোপাস-এর (
Canopus) নামানুসারে ইংরেজি নামটি গৃহীত হয়েছে। উল্লেখ্য গ্রিক পুরাণ মতে স্পার্টার রাজা মেনেলাউস-এর সমুদ্র অনুসন্ধানকারী ছিলেন। চীনা পৌরাণিক কাহিনিতে একে বাল হয়েছে দক্ষিণ মেরুরু অতিবৃদ্ধ মানব। আরবি নাম (سهيل ) সুহালি।

নাসা কর্তৃক পরিচালিত Expedition 6 থেকে গৃহীত।

এটি একটি 'এফ' শ্রেণির একটি অতি দানবতারা
supergiant) । নক্ষত্রটি বর্তমানে হিলিয়াম প্রজ্জ্বলিত দশায় আছে অর্থাৎ লাল দানব তারা পর্যায় অতিক্রম করছে। এর করোনা অঞ্চল থেকে এক্স-রে বিচ্ছুরিত হয়।

বিষুবাংশ
(RA) : ৬ ঘণ্টা  ২৩ মিনিট ৫৭.১০৯৯ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : -৫২ ডিগ্রি ৪১ মিনিট ৪৪.৩৭৮ সেকেন্ড।

সৌরজগত থেকে এর দূরত্ব ৩১০ আলোকবর্ষ (৯৬ পারসেক)। এর বর্ণালী মান
A9। খালি চোখে সাদা রঙের নক্ষত্র হিসেবে দেখা যায়। এর দৃশ্যত ঔজ্জ্বল্য -০.৭৪ এবং পরম ঔজ্জ্বল্য -৫.৫৩।  সূর্যের চেয়ে ১০০০০ গুণ বেশি উজ্জ্বল।

এর ভর সূর্যের চেয়ে ৮গুণ বেশি। কিন্তু আয়তনে সূর্যের চেয়ে ৬৫ গুণ বেশি। প্রসারিত অবস্থায় প্রায় সূযর্যের চেয়ে ৭১ গুণ পর্যন্ত পৌঁছায়। ধারণ করা হয় এর উপরতলের তাপমাত্রা ৭৩৫০
± ৩০ কেলভিন।


সূত্র :