অরিগা (নক্ষত্রমণ্ডল)
ইংরেজি : Auriga
সংক্ষিপ্ত নাম:
Aur

পূর্ব-উত্তর আকাশের একটি নক্ষত্রমণ্ডল। খ-গোলকের বিষুব অঞ্চলের উত্তর দিকে এই নক্ষত্রমণ্ডল অবস্থিত। এর ল্যাটিন নাম charioteer। এটি পৃথিবীর উত্তর গোলার্ধে দেখা যায়। শীতকালের সন্ধ্যাবেলায় এই নক্ষত্রমণ্ডল সহজেই চোখে পড়ে।

    বিষুবাংশ (RA) : ৬ ঘণ্টা
    বিষুবলম্ব
(Dec) : ৪০ ডিগ্রি।

এর আয়তন ৬৫৭ বর্গ ডিগ্রি। এই নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলো ব্রহ্মহৃদয় (Capella)। এই নক্ষত্রের পূর্বে অবস্থিত আরও একটি উল্লেখযোগ্য নক্ষত্র ঊর। প্রায় ২০ লক্ষ বৎসর আগে কালপুরুষ নক্ষত্রমণ্ডলে এইরকম একটি সংঘর্ষ ঘটার ফলে তিনটি নক্ষত্র [এ.ই অরিগা (AE Auriga), ৫৩ অরিটিস (53 Arietis) এবং িউ কলাম্বি (Mu Columbae) বন্ধনমুক্ত হয়ে ১০০কিমি/সে গতিতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

এই নক্ষত্রমণ্ডলের নক্ষত্রগুলো হলো

 

                বিষুবাংশ (RA) : ৬ ঘণ্টা
                বিষুবলম্ব
(Dec) : ৪০ ডিগ্রি।

এর আয়তন ৬৫৭ বর্গ ডিগ্রি। এই নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলো ব্রহ্মহৃদয় (Capella)। এই নক্ষত্রের পূর্বে অবস্থিত আরও একটি উল্লেখযোগ্য নক্ষত্র ঊর। প্রায় ২০ লক্ষ বৎসর আগে কালপুরুষ নক্ষত্রমণ্ডলে এইরকম একটি সংঘর্ষ ঘটার ফলে তিনটি নক্ষত্র [এ.ই অরিগা (AE Auriga), ৫৩ অরিটিস (53 Arietis) এবং িউ কলাম্বি (Mu Columbae) বন্ধনমুক্ত হয়ে ১০০কিমি/সে গতিতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।

এই নক্ষত্র মণ্ডলের নক্ষত্রগুলো হলো


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff2nd edition
http://www.astro.wisc.edu/~dolan/constellations/constellations/Orion.html