এ.ই অরিগা (নক্ষত্র)
ইংরেজি: AE Aurigae

উত্তর আকাশের অরিগা (
Auriga) নক্ষত্রমণ্ডলের একটি ছুটন্ত মুক্ত-নক্ষত্র
      বিষুবাংশ (RA) : ০৫ঘ ১৬ মি ১৮.১৪৯৭সে
      বিষুবলম্ব
(Dec) : ১৮ মি ৪৪.৩৪১ সে

এটি একটি নীল O শ্রেণীর নক্ষত্র। এটি একটি নিয়মিত তারা। এর ঊজ্জ্বল্য হ্রাসবৃদ্ধি ঘটে ৫.৭৮-৬.০৮ এর মধ্যে।

পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৪৬০ আলোকবর্ষ। প্রায় ২০ লক্ষ বৎসর আগে কালপুরুষ নক্ষত্রমণ্ডলে এইরকম একটি সংঘর্ষ ঘটার ফলে তিনটি নক্ষত্র  [এ.ই অরিগা (AE Auriga), ৫৩ অরিটিস (53 Arietis) এবং িউ কলাম্বি (Mu Columbae) বন্ধনমুক্ত হয়ে ১০০কিমি/সে গতিতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অন্যান্য বন্ধনযুক্ত নক্ষত্রের গতি কখনো এত হয় না। উল্লেখ্য আমাদের সূর্য গ্যালাক্সির কেন্দ্রীয় অংশকে কেন্দ্র করে ২০কিমি/সে গতিতে ঘুরছে।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition