ছুটন্ত মুক্ত-নক্ষত্র
ইংরেজি:
Runaway star।
মহাকাশে নক্ষত্রগুলো কোনো উন্মক্ত নক্ষত্রগুচ্ছ বা আবদ্ধ নক্ষত্রগুচ্ছের সাথে যুক্ত থাকে, কিম্বা কোনো কোনো বিশেষ গ্যালক্সির কেন্দ্রীয় অংশের আকর্ষণে নির্দিষ্টগতিতে ঘুরে। এই সব নক্ষত্রের স্বাভাবিক গতি এবং গতিপথ হিসাবে বিবেচনা করা হয়। কিন্তু মহাকাশে এমন কিছু নক্ষত্র পাওয়া যায়, সেগুলো তীব্রগতিতে কোনো এক দিকে প্রচণ্ড গতিতে ছুটতে থাকে। এক্ষেত্রে এই নক্ষত্রগুলোর গতিপথ কোনো কিছুর দ্বারা নির্ধারিত হয় না। এই ধরনের নক্ষত্রকে বলা হয় ছুটন্ত মুক্ত নক্ষত্র।
জ্যোতির্বিজ্ঞানীরা ছুটন্ত মুক্ত-নক্ষত্র সৃষ্টির পিছনে দুটি কারণের কথা উল্লেখ করেন। কারণ দুটি হলো—
এখন পর্যন্ত ২০০৫-৬ খ্রিষ্টাব্দের ভিতরে নাশার হাবল টেলিস্কোপে এরূপ ১৪টি নক্ষত্র শনাক্ত করা গেছে। প্রায় ২০ লক্ষ বৎসর আগে কালপুরুষ নক্ষত্রমণ্ডলে এইরকম একটি সংঘর্ষ ঘটার ফলে তিনটি নক্ষত্র [এ.ই অরিগা (AE Auriga), ৫৩ অরিটিস (53 Arietis) এবং মিউ কলাম্বি (Mu Columbae)— বন্ধনমুক্ত হয়ে ১০০কিমি/সে গতিতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অন্যান্য বন্ধনযুক্ত নক্ষত্রের গতি কখনো এত হয় না। উল্লেখ্য আমাদের সূর্য গ্যালাক্সির কেন্দ্রীয় অংশকে কেন্দ্র করে ২০কিমি/সে গতিতে ঘুরছে।
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition