িউ কলাম্বি (নক্ষত্র)
ইংরেজি: Mu Columbae
জ্যোতির্বিজ্ঞানের নাম :
μ Col, μ Columbae

উত্তর আকাশের
কপোত মণ্ডল (Columba) নক্ষত্রমণ্ডলের একটি ছুটন্ত মুক্ত-নক্ষত্র
      বিষুবাংশ (RA) : ০৫ঘ ৪৫ মি ৫৯.৯সে
      বিষুবলম্ব
(Dec) : -৩২৫২ মি ১৮.২৩ সে

এটি একটি নীল O শ্রেণীর প্রধান ধারার নক্ষত্র। এর ভর সৌরভরের ১২.১৫ গুণ। এর ঊজ্জ্বল্য ৫.১৫। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৩০০ আলোকবর্ষ। নক্ষত্রটি নিজ অক্ষের উপর ১.৫ দিনে আবর্তিত হয়। উপরিতলের তাপমাত্রা ৩৩.৭০০ কেলভিন। এর ব্যাস ৪.৫ সৌরভরের সমান।

প্রায় ২০ লক্ষ বৎসর আগে কালপুরুষ নক্ষত্রমণ্ডলে এইরকম একটি সংঘর্ষ ঘটার ফলে তিনটি নক্ষত্র [এ.ই অরিগা (AE Auriga), ৫৩ অরিটিস (53 Arietis) এবং িউ কলাম্বি (Mu Columbae)] বন্ধনমুক্ত হয়ে ১০০কিমি/সে গতিতে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অন্যান্য বন্ধনযুক্ত নক্ষত্রের গতি কখনো এতো হয় না। উল্লেখ্য আমাদের সূর্য গ্যালাক্সির কেন্দ্রীয় অংশকে কেন্দ্র করে ২০কিমি/সে গতিতে ঘুরছে।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition