কপোত মণ্ডল (নক্ষত্রমণ্ডল)
ইংরেজি : Columba
সংক্ষিপ্ত নাম:
Col

এটি একটি ছোটো নক্ষত্রমণ্ডল  শূণীমণ্ডল (Canis Minor) এবং শশ মণ্ডল (Lepus)-এর মধ্যে অবস্থিত। ১৫৯২ খ্রিষ্টাব্দে প্রাচীন শূণীমণ্ডল থেকে পৃথক করে একটি নতুন মণ্ডল হিসাবে, কপোতমণ্ডলকে ঘোষণা দেন  ডাচ জ্যোতির্বিজ্ঞান পেট্রাস প্লান্সিয়াস। তিনি প্রথম এর নাম রেখেছিলেন Columba Noachi ("Noah's Dove")। পরে এর সংক্ষেপিত নামকরণ করা হয়েছে Columba
এর আয়তন ২৭০ বর্গ ডিগ্রি।

                বিষুবাংশ (RA) : ৬ ঘণ্টা
                বিষুবলম্ব
(Dec) : -৩৫ ডিগ্রি।

এই নক্ষত্রমণ্ডলের উল্লেখযোগ্য নক্ষত্রগুলো হলো


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff2nd edition
http://www.astro.wisc.edu/~dolan/constellations/constellations/Orion.html