ডেল্টা কলাম্বি (নক্ষত্র)
ইংরেজি: Ghusn al Zaitun, Delta Columbae
আরবি
الغصن الزيتون  (ঘুসন আল্ জৈতন) থেকে পাশ্চাত্য Ghusn al Zaitun নাম গৃহীত হয়েছে। এর অর্থ হলো জলপাই শাখা। এই নক্ষত্রের ভারতীয় নাম নেই।

জ্যোতির্বিজ্ঞানের নাম : δ Col, δ  Columbae

উত্তর আকাশের
কপোত মণ্ডল (Columba) নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্র।

বিষুবাংশ (RA) : ০৬ঘ ২২মি ০৬.৮২৮৩সে
বিষুবলম্ব
(Dec) : -৩৩০২৬ মি ১১.০৪০ সে

এটি বর্ণালী G7III। একটি হলুদ  শ্রেণীর দানব নক্ষত্র। এর আপাত ঊজ্জ্বল্য ৩.৮৫৩। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৩৭ আলোকবর্ষ।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff2nd edition