কালপুরুষ
(নক্ষত্রমণ্ডল)
ইংরেজি : Orion।
সংক্ষিপ্ত নাম: Ori।
একটি অতিপরিচিত নক্ষত্রমণ্ডল। পূব আকাশে, লুব্ধক নক্ষত্রের সামান্য উত্তরে কয়েকটি
তারার সমন্বয়ে এই নক্ষত্র গঠিত। ৮৫° এবং -৭৫° সীমারেখার মধ্যে দেখা যায়। সবচেয়ে
ভালো দেখা যায়, জানুয়ারি মাসে রাত ৯:০০ টার দিকে। এর বিষুবাংশ
(RA)
: ৫ ঘণ্টা এবং বিষুবলম্ব (Dec)
: ৫ ডিগ্রি।
ভারতীয় পৌরাণিক কাহিনি অনুসারে কালপুরুষ
বিষ্ণুর ঔরসে মায়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। [উত্তরকাণ্ড, চতুরধিকশততম, বাল্মীকি
রামায়ণ]। সুমেরীয়রা কালপুরুষকে একটি জাহাজ হিসেবে কল্পনা করত। প্রাচীন চীনে এটি
ছিল রাশিচক্রের ২৮টি রাশির একটি। এর প্রতীক ছিল Xiu (宿)। এই রাশিটি সেখানে শেন
(তিন) নামে পরিচিত। কালপুরুষের কোমরবন্ধের তিনটি তারা দেখেই তারা এই নামকরণ করেছিল।
এই নক্ষত্রমণ্ডল চেনার সহজ উপায় হলো- এর কোমর হিসাবে চিহ্নিত তিনটি তারা। এই তারা
তিনটিকে বলা হয় কালপুরুষের কোমরবন্ধ। এই তারাগুলো হলো—
ঊষা,
অনিরুদ্ধ এবং
চিত্রলেখা।
অনিরুদ্ধ
নামক নক্ষত্রকে ঘিরে রয়েছে NGC 1990
নামক
প্রতিফলিত নীহারিকা (reflection
nebula)
নীহারিকা। এর
ঊষা
নামক নক্ষত্রের পাশ ঘেঁষে রয়েছে
NGC 2024
নীহারিকা।
এর উত্তর দিকের তারাটি আর্দ্রা। এই তারাটিকে কালপুরুষের ডান কাঁধের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। কালপুরুষ মণ্ডলে এই তারাটিকেই প্রথম তারা হিসাবে বিবেচনা করা হয়। এর বাম কাঁধে রয়েছে কার্তিকেয়, ডান পায়ে কার্তবীর্য এবং বাম পায়ে বাণরাজা।
আকাশে কালপুরুষ যেভাবে দেখা যায় |
জ্যোতির্বিজ্ঞানে নক্ষত্রমণ্ডল হিসাবে যেভাবে চিহ্নিত করা হয় |
এই নক্ষত্রমণ্ডলের মহাকাশীয় বস্তুসমূহের
তালিকা।
আর্দ্রা
[Betelgeuse (Alpha Ori)]
বাণরাজা
[Rigel (Beta Ori)]
কার্তিকেয়
[Bellatrix (Gamma Ori)]
চিত্রলেখা
[Mintaka (Delta Ori)]
অনিরুদ্ধ
[Alnilam (Epsilon Ori)
ঊষা
[Alnitak (Zeta Ori)]
কার্তবীর্য
[Kappa Ori]
সাইফ
[Eta Ori ]
Meissa (Lambda Ori)
Tabit (Pi 3 Ori)
Tabit (Pi 2 Ori)
Tabit (Pi 4 Ori)
Tabit (Pi 1 Ori)
Thabit (Upsilon Ori)
নীহারিকাসমূহ:
এম৪২
এম৪৩
এম৭৮
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
প্রাচীন জ্যোতির্বিজ্ঞান। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ
অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ২০০০
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
http://www.astro.wisc.edu/~dolan/constellations/constellations/Orion.html