বাণরাজা (নক্ষত্র)
ইংরেজি : Rigel
। আরবি
رجل الجبار
শব্দ থেকে
ইংরেজিতে
রিগেল (Rigel)
গৃহীত হয়েছে।
জ্যোতির্বিজ্ঞান নাম : β
Ori, β Orionis, Beta Orionis।
কালপুরুষ
(Orion)
নক্ষত্রমণ্ডলের উজ্জ্বলতম
অতি দানবতারা।
আর মহাকাশের সকল
নক্ষত্রের
মধ্যে উজ্জ্বলতার বিচারে ষষ্ঠতম। পৃথিবী থেকে এর দূরত্ব ৮৬০ আলোকবর্ষ। কালপুরুষের বাঁ পায়ের তারা হিসাবে একে শনাক্ত করা হয়।
কালপুরুষের ডান পায়ের তারা। উল্লেখ্য এর বাম পায়ের তারার নাম
কার্তবীর্য ।
বিষুবাংশ (RA)
:
০৫ ঘ ১৪ মি ৩২.২৭২১০সে
বিষুবলম্ব (Dec)
: -০৮০১২ মি ০৫.৮৯৮১ সে
এর ভর সৌরভরের চেয়ে ২৪ গুণ বেশি
এবং সূর্যের চেয়ে
৮৫০০০ গুণ
বেশি উজ্জ্বল। এর ব্যাসার্ধ সূর্যের চেয়ে ৭১ গুণ বেশি।
এর উপরিতলের তাপমাত্রা ১১,০০০ কেলভিন।
এক সময় ধারণা করা হতো এই নক্ষত্র অপর একটি নক্ষত্রের সাথে জোড়া তারা সৃষ্টি করেছে।
এই ধারণা থেকে
বাণরাজকে রিগেল এ এবং অপর নক্ষত্রটিকে
রিগেল- বি নামকরণ করা হয়েছিল। পৃথিবী থেকে উভয় নক্ষত্রকে খুব কাছাকাছি মনে হলেও উভয়
নক্ষত্রের দূরত্ব প্রায় ২২০০ জ্যোতির্বিদ্যা একক। উভয় নক্ষত্রে কক্ষপথ বিশ্লেষণ করে
দেখা গেছে, এরা পরস্পরের মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আবদ্ধ নয়।
তবে বানরাজা-বি (Rigel
B) নিজেই একটি জোড়া
তারা। এই জোড়া দুটিই প্রধান ধারার নক্ষত্র। এর প্রতি ৯.৮ পার্থিব দিনে আবর্তন
সম্পন্ন করে। উভয় নক্ষত্রই
B9V শ্রেণির।
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir
Pulishers Moscow/1985