কার্তবীর্য (নক্ষত্র)
ইংরেজি :
এটি
কালপুরুষ
(Orion)
নক্ষত্রমণ্ডলের
ষষ্ঠতম উজ্জ্বল
জোড়া তারা।
কার্তবীর্য কালপুরুষের ডান
পায়ের তারা। উল্লেখ্য এর বাম পায়ের তারার নাম
বাণরাজা।
পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৬৫০±
৩০ আলোকবর্ষ।
ধারণা করা হয়, প্রায় ১ কোটি ১১ লক্ষ বৎসর আগে এই নক্ষত্রটি সৃষ্টি হয়েছিল।
বিষুবাংশ (RA)
:
০৫ ঘ ৪৭ মি ৪৫.৩৮৮৪সে
বিষুবলম্ব (Dec)
: -০৯০৪০ মি ১০.৫৭৭৭ সে
এটি একটি অত্যন্ত উত্তপ্ত তার। এর উপরিতলের তাপমাত্রা প্রায় ২৬,৫০০ কেলভিন। এটি নিজ অক্ষের উপর ৮৩ কিমি/সে বেগে ঘোরে। এর উপরিতলের মাধ্যাকর্ষণ শক্তি ২.৯ গু সৌর আকর্ষণের সমান। ব্যাস ২২.২ গুণ সৌর ব্যাসের সমান। এবং ভর ১৫.৫০ গুণ সৌরভরের সমান।
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
Essays about Univesre/Boris A. Vorontrov-Vel'Yaminov/Mir
Pulishers Moscow/1985