অনিরুদ্ধ (নক্ষত্র)
ইংরেজি: Alnilam।
আরবি
النظام an-niżām>
ইংরেজি
Alnilam।
বাংলা নাম নেওয়া হয়েছে হিন্দু পৌরাণিক চরিত্র
অনিরুদ্ধ-এর নামানুসারে।
জ্যোতির্বিজ্ঞান
নাম :
Epsilon (Epsilon Orionis, ε Orionis)
কালপুরুষ (Orion) নক্ষত্রমণ্ডলের B শ্রেণির নীলাভ-সাদা অতিদানব তারা। সমগ্র আকাশের বিচারে এর ঔজ্জ্বল্য ৩০তম, আর কালপুরুষ নক্ষত্রমণ্ডলের ৪র্থ উজ্জ্বলতম নক্ষত্র। চিত্রলেখা এবং ঊষা নামক নক্ষত্রের সাথে মিলিত হয়ে কালপুরুষ (Orion) নক্ষত্রমণ্ডলের কোমর বন্ধনী তৈরি করেছে। এই নক্ষত্রের অবস্থান কালপুরুষের কোমর বন্ধনীর মাঝখানে।
পৃথিবী থেকে এর দূরত্ব ১৩০০ আলোকবর্ষ। মূল নক্ষত্রটির ভর ২৪ সৌরভরের সমান। উপরিতলের তাপমাত্রা ২৭,০০০ কেলভিন। উপরিতলের মাধ্যাকর্ষণ শক্তি সৌর-মাধ্যাকর্ষণের চেয়ে ২.৯ গুণ বেশি। নিজ অক্ষের উপর এর ঘূর্ণনগতি ৯১কিমি/সেকেন্ড।
এটি নীলাভ-সাদা অতিদানব তারা। কয়েক লক্ষ বৎসর পরে এই নক্ষত্র লোহিত দানব তারায়
পরিণত হবে। এবং সবশেষে নবতারা হিসাবে বিস্ফোরিত হবে। এই নক্ষত্রকে ঘিরে রয়েছে
NGC 1990
নামক
প্রতিফলিত নীহারিকা (reflection
nebula)
নীহারিকা।
বিষুবাংশ (RA)
:
০৫ ঘ ৩৬ মি ১২.৮সে
বিষুবলম্ব (Dec)
: -০১০১২ মি ০৬.৯ সে
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
http://coraskywalker.wordpress.com/2010/05/05/my-skywalkings-bellatrix/