অনিরুদ্ধ
হিন্দু পৌরাণিক চরিত্র।

ইনি ছিলেন শ্রীকৃষ্ণ-এর  নাতি ও প্রদ্যুম্নের পুত্র যুদ্ধে এঁর গতি কেউই রোধ করতে পারত না বলে এঁর নাম হয়েছিল অনিরুদ্ধ ভোজকটের রাজা রুক্মীর পৌত্রী সুভদ্রার সাথে এঁর প্রথম বিবাহ হয় এঁর গর্ভে এঁর বজ্র নামে একটি পুত্র সন্তান জন্মে এরপর দৈত্যরাজ বাণের কন্যা ঊষার সাথে এঁর বিবাহ হয় যদুবংশ ধ্বংসের সময় ইনি নিহত হয়েছিলেন।