ঊষা (নক্ষত্র)
ইংরেজি: Alnitakআরবি  النطاق an-niṭāq‎)
বাংলা নাম নেওয়া হয়েছে হিন্দু পৌরাণিক চরিত্র ঊষা -এর নামানুসারে।
জ্যোতির্বিজ্ঞান নাম : Delta Orionis (δ Orionis), 34 Orionis

কালপুরুষ (Orion) নক্ষত্রমণ্ডলের তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্র। আর সমগ্র মহাকাশে উজ্জ্বলতার দিক থেকে দ্বাদশ। চিত্রলেখা এবং অনিরুদ্ধ নামক নক্ষত্রের সাথে মিলিত হয়ে কালপুরুষ (Orion) নক্ষত্রমণ্ডলের কোমর বন্ধনী তৈরি করেছে।

এটি একটি ত্রি-যুক্ততারা। পৃথিবী থেকে এর দূরত্ব ৭৩৬ আলোকবর্ষ। এর মূল নক্ষত্রটি একটি O শ্রেণির অতিদানব তারা। এর সঙ্গী হিসাবে আছে দুটি নীলাভ নক্ষত্র।

মূল নক্ষত্রটির ভর ২৮ সৌরভরের সমান। ব্যাস সৌর ব্যাসের ২০ গুণ।  উপরিতলের তাপমাত্রা ৩০,০০০ কেলভিন। আর আবর্তন গতি ১৪০ কিমি/সেকেন্ড

অপর অপর দুটি সঙ্গী নক্ষত্রের ভর যথাক্রমে ২৩ ও ২০ নক্ষত্র ভরের সমান। এদের ব্যাস জানা যায় নাই। এর ক্ষুদ্রতম নক্ষত্রটির তাপমাত্রা ২৪,০০০ কেলভিন।

                   
                           বিষুবাংশ
(RA) : ০৫ ঘ ৪০ মি ৪৫.৫সে
                           বিষুবলম্ব
(Dec) : +০৫৬ মি ৩৪সে


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
http://coraskywalker.wordpress.com/2010/05/05/my-skywalkings-bellatrix/