চিত্রলেখা (নক্ষত্র)
ইংরেজি:
Mintaka। আরবি
منطقة (manţaqah,
কোমর বন্ধনী)>ইংরেজি
Mintaka।
বাংলা নাম নেওয়া হয়েছে হিন্দু পৌরাণিক চরিত্র
চিত্রলেখা
-এর নামানুসারে।
জ্যোতির্বিজ্ঞান
নাম :
Delta Orionis (δ
Orionis), 34 Orionis
কালপুরুষ (Orion)-এর একটি নক্ষত্র। ঊষা এবং অনিরুদ্ধ নামক নক্ষত্রের সাথে মিলিত হয়ে কালপুরুষ (Orion) নক্ষত্রমণ্ডলের কোমর বন্ধনী তৈরি করেছে।
এটি একটি জোড়াতারা। পৃথিবী থেকে এর দূরত্ব ৯০০ আলোকবর্ষ। এদের সৃষ্টি হয়েছিল ৩-৬ লক্ষ বৎসর আগে। ঔজ্জ্বল্য ৭। এদের ভিতরে বড় তারাটি নীলাভ-সাদা B শ্রেণির তারা। এর চেয়ে ছোট নক্ষত্রটি হলো নীল বর্ণের O শ্রেণির তারা। এই নক্ষত্র দুটি ৫.৭৩ পার্থিব দিনে পরস্পরকে ঘিরে আবর্তিত হচ্ছে।
এর
B
শ্রেণির তারার ভর ২০ সৌরভরের সমান, ব্যাস ১৫.৪ সৌর ব্যাসের সমান।
এর ঔজ্জ্বল্য আমাদের সূর্যের
চেয়ে ৯০,০০০ গুণ বেশি। এর উপরিতলের মাধ্যাকর্ষণ শক্তি ৩.৫। তাপমাত্রা ৩১,৮০২
কেলভিন।
O
শ্রেণির তারাটির ভর ২০ সৌরভরের
সমান, ব্যাস ১৫.৪ সৌর ব্যাসের সমান।
এর ঔজ্জ্বল্য আমাদের সূর্যের
চেয়ে ৯০,০০০ গুণ বেশি। এর উপরিতলের মাধ্যাকর্ষণ শক্তি ৩.৫। তাপমাত্রা ৩৩,০০০
কেলভিন।
বিষুবাংশ (RA)
:
০৫ ঘ ৩২ মি ০০.৪সে
বিষুবলম্ব (Dec)
: +০০০১৭ মি ৫৭সে
সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff।
2nd edition
http://coraskywalker.wordpress.com/2010/05/05/my-skywalkings-bellatrix/