এম৪৩
ইংরেজি :
De
Mairan's Nebula।
জোতির্বিজ্ঞানগত নাম :
Messier 43, M43, NGC 1982)
হাবল টেলেস্কোপে ধৃত ছবি |
কালপুরুষ নক্ষত্রমণ্ডলের একটি পরিব্যাপ্ত (Diffuse nebula) উজ্জ্বল নীহারিকা। এটি HII (আয়োনিত হাইড্রোজেন) শ্রেণির বৈশিষ্ট্যমণ্ডিত হিসাবে বিবেচনা কারা মধ্যে ধরা হয়। ১৭৩১ খ্রিষ্টাব্দের দিকে Jean-Jacques Dortous de Mairan এই নীহারিকাটিকে আবিস্কার। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন, এই নীহারিকা টি এম৪২- এর অংশ। উভ্য় নীহারিকার মধ্যে একটি ধূলিময় পরিসর আছে।
কালপুরুষের
কোমরবন্ধনীর নিচে এই অবস্থিত।
নীহারিকা এর একটু উপরে আছে
এম৪২ নীহারিকা।
বিষুবাংশ (RA)
:
০৫ ঘ ৬ মি ০০সে
বিষুবলম্ব (Dec)
: -০৫০১৬ মি ০০ সে
পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১৪০০ ±১০০ আলোকবর্ষ।
সূত্র:
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল
জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
http://www.universetoday.com/40394/messier-43/