এম৪৩
ইংরেজি :  De Mairan's Nebula
জোতির্বিজ্ঞানগত নাম :
Messier 43, M43, NGC 1982)

হাবল টেলেস্কোপে ধৃত ছবি

কালপুরুষ নক্ষত্রমণ্ডলের একটি পরিব্যাপ্ত (Diffuse nebula) উজ্জ্বল নীহারিকা। এটি  HII (আয়োনিত হাইড্রোজেন) শ্রেণির বৈশিষ্ট্যমণ্ডিত হিসাবে বিবেচনা কারা মধ্যে ধরা হয়। ১৭৩১ খ্রিষ্টাব্দের দিকে Jean-Jacques Dortous de Mairan এই নীহারিকাটিকে আবিস্কার। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করেন, এই নীহারিকা টি এম৪২- এর অংশ। উভ্য় নীহারিকার মধ্যে একটি ধূলিময় পরিসর আছে।

কালপুরুষের কোমরবন্ধনীর নিচে এই অবস্থিত। নীহারিকা এর একটু উপরে আছে এম৪২ নীহারিকা।

      বিষুবাংশ (RA) : ০৫ ঘ ৬ মি ০০সে
      বিষুবলম্ব
(Dec) : -০৫১৬ মি ০০ সে

পৃথিবী থেকে এর দূরত্ব প্রায়  ১৪০০ ±১০০ আলোকবর্ষ।


সূত্র:
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
http://www.universetoday.com/40394/messier-43/