কার্তিকেয় (নক্ষত্র)
ইংরেজি: Bellatrix ল্যাটিন অর্থ 'নারী যোদ্ধা'।
স্প্যানিশ 
Alfonsine tables অনুসারে এর নাম Amazon Star
বাংলানাম কার্তিকেয় গ্রহণ করা হয়েছে, হিন্দু যোদ্ধা কার্তিকেয়-এর নামানুসারে।
চীনা নাম
 参宿五 ("The Fifth of the Three Stars").
জ্যোতির্বিজ্ঞান
নাম :
Gamma Orionis (γ Ori, γ Orionis)

কালপুরুষ (
Orion) নক্ষত্রমণ্ডলের তৃতীয় উজ্জ্বলতম নক্ষত্র। আর সমগ্র মহাকাশে উজ্জ্বলতার দিক থেকে দ্বাদশ।
ঔজ্জ্বল্য ৬.৪। কালপুরুষের বাম কাঁধের তারা হিসাবে একে শনাক্ত করা হয়। পৃথিবী থেকে এর দূরত্ব ২৫০ আলোকবর্ষ।

এই নক্ষত্রটির বয়স প্রায় ২ কোটি বৎসর। এর ভর সূর্যের চেয়ে প্রায় ৮.৪ গুণ বেশি। আর ব্যাস পৃথিবীর চেয়ে বেশি। এর উপরিতলের তাপমাত্রা ২২,০০০ কেলভিন। এই বিচারে এটি আমাদের সূর্যের চেয়ে ৫,৭৭৮ কেলভিন বেশি। এই উচ্চ তাপের কারণে আকাশে একে নীলাভ-সাদা দেখায়। বর্ণালী অনুসারে নক্ষত্র-শ্রেণিকরণ তালিকায় এর অবস্থান
B2III
                   
                           বিষুবাংশ
(RA) : ০৫ ঘ ২৫ মি ০৭.৮৬৩২৫সে
                           বিষুবলম্ব
(Dec) : -০২০ মি ৫৮.৯৩১৮সে


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
http://coraskywalker.wordpress.com/2010/05/05/my-skywalkings-bellatrix/