এম৭৮
জোতির্বিজ্ঞানগত নাম :
Messier 78, M78, NGC 2068)

 La Silla Observatory
পর্যবেক্ষণ কেন্দ্রে ব্যবহৃত ২.২ মিটার টেলিস্কোপের সাহায্যে
Wide Field Imager camera দ্বারা  ধৃত এম৭৮ নীহারিকার চিত্র

কালপুরুষ নক্ষত্রমণ্ডলের একটি পরিব্যাপ্ত প্রতিফলিত নীহারিকা ১৭৮০ খ্রিষ্টাব্দে Pierre Méchain এই নীহারিকাটিকে আবিস্কার। পরে চার্লস মেইজার তাঁর নক্ষত্র তালিকায় অন্তর্ভুক্ত করেন।

NGC 2064, NGC 2067, NGC 2071 এবং নীহারিকা নিয়ে একটি নীহারিকা মণ্ডল গঠন করেছে। এই নীহারিকা মণ্ডলটি কালপুরুষে নক্ষত্রমণ্ডলের অন্যান্য নীহারিকা মিলে তৈরি করেছে একটি আণবিক মেঘমণ্ডল।

      বিষুবাংশ (RA) : ০৫ ঘ ৪৬. ৭মি
       বিষুবলম্ব
(Dec) : .০৩ মি

পৃথিবী থেকে এর দূরত্ব প্রায়  ১৬০০ ±১০০ আলোকবর্ষ।


 


সূত্র:
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
http://www.universetoday.com/40394/messier-78/