ঊর (নক্ষত্র)
ইংরেজি: Menkalinan। এটি আরবি নামের সংক্ষেপিত নাম হিসেবে, পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানে গৃহীত হয়েছে। উল্লেখ্য এর আরবি নাম :  منكب ذي العنان, mankib ðī-l-‘inān

সংস্কৃত ঊরঃ থেকে বাংলা ঊর নামটি গ্রহণ করা হয়েছে।
 
চীনা নাম
五車三 (রথের তৃতীয় তারা)।
জ্যোতির্বিজ্ঞান
নাম :Beta Aurigae (β Aur, β Aurigae)


উত্তর আকাশের অরিগা (
Auriga) নক্ষত্রমণ্ডলের একটি যুগল নক্ষত্র এই নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল যুগল নক্ষত্র হলো ব্রহ্মহৃদয় (Capella)। ঊর যুগল নক্ষত্রের অবস্থান ব্রহ্মহৃদয়-এর পূর্বে। উজ্জ্বলতার বিচারে এটি এই নক্ষত্রমণ্ডলে এর অবস্থান দ্বিতীয়। আপাত উজ্জ্বলতা ১.৯০।

পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৮১.১ আলোকবর্ষ। পৃথিবী থেকে এদের অবস্থানগত কারণে সব সময় দুটি নক্ষত্রকে এক সাথে পুরোপুরি দেখা যায় না। পরস্পরকে ঘিরে আবর্তিত হওয়ার কারণে, ৪৭.৫ ঘণ্টা পর পর একটি আড়ালে অপরটি চলে যায়।

যদিও ঊর যুগল নক্ষত্র। কিন্তু রাতের আকাশে একটি নক্ষত্র বলেই মনে হয়ে। উভয় নক্ষত্রই A1 ধরনের। A শ্রেণির নক্ষত্র সাদা আলো প্রদান করে। তবে একটি বেশি ভারি নক্ষত্র (A1) থেকে নীলভা সাদা ধরনের আলো প্রকাশিত হয়।

প্রথম নক্ষত্র
Beta Aurigae A:
এর ভর : ২.৩৮৯, ব্যাসার্ধ : ২.৭৭
। এর উপরিতলের মাধ্যাকর্ষণ ৩.৯৩। উপরিতলের তাপমাত্রা প্রায় ৯,৩৫০ কেলভিন। নিজ অক্ষের উপর ৩৩কিলোমিটার/সেকেন্ড বেগে ঘোরে।

দ্বিতীয় নক্ষত্র Beta Aurigae B:
এর ভর : ২.৩২৭, ব্যাসার্ধ : ২.৬৩
। এর উপরিতলের মাধ্যাকর্ষণ ৩.৯২। উপরিতলের তাপমাত্রা প্রায় ৯,২০০ কেলভিন। নিজ অক্ষের উপর ৩৪কিলোমিটার/সেকেন্ড বেগে ঘোরে।

      বিষুবাংশ (RA) : ০৫ঘ ৫৯ মি ৩১.৭২২৯৩সে
      বিষুবলম্ব
(Dec) : ৪৪৫৬ মি ৫০.৭৫৭৩ সে


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
http://fineartamerica.com/featured/the-capella-star-system-andrew-taylor.html
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition