ব্রহ্মহৃদয় (নক্ষত্র)
ইংরেজি: Capella। ল্যাটিন Capra (ছাগী) থেকে ইংরেজি নামটি গ্রহণ করা হয়েছে।
আরবি :
 العيوق, al-cayyūq
বাংলা নাম ব্রহ্মহৃদয় গ্রহণ করা হয়েছে সংস্কৃত
व्रह्महृदय (ব্রহ্মহৃদয়) শব্দ থেকে ভাষা থেকে।
চীনা নাম
五车二; Wŭ chē èr
জ্যোতির্বিজ্ঞান
নাম :
α Aurigae, α Aur, Alpha Aurigae, Alpha Aur

উত্তর আকাশের অরিগা (Auriga) নক্ষত্রমণ্ডলের একটি যুগল নক্ষত্র এই নক্ষত্রমণ্ডলের অন্যতম উজ্জ্বল যুগল নক্ষত্র হলো ব্রহ্মহৃদয় (Capella)। এই নক্ষত্রের পূর্বে অবস্থিত আরও একটি উল্লেখযোগ্য নক্ষত্র ঊর। আগে ব্রহ্মহৃদয়-কে একক নক্ষত্র হিসাবে বিবেচনা করা হতো। ১৮৯৯ খ্রিষ্টাব্দে একে প্রথম যুগল নক্ষত্র হিসাবে ঘোষণা করা হয়।

পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৪২ আলোকবর্ষ।

এই যুগল নক্ষত্র দুটিই জি- শ্রেণির। এর প্রথমটির উপরিতলের তাপমাত্রা প্রায় ৪৯০০ কেলভিন। এর আকার ১২টি সূর্যের সমান। কিন্তু ভর সূর্যের ২.৭ গুণ। দ্বিতীয় নক্ষত্রটির উপরিতলের তাপমাত্রা ৫৭০০ কেলভিন। আকার ৯টি সূর্যের সমান। এর ভর সূর্যের ২.৬ গুণ ।

পৃথিবী থেকে উভয় নক্ষত্র এমন অবস্থানে থেকে পরস্পরকে পরিক্রমণ করে যে, এদের একটির আড়ালে অপরটি চলে যায় না। এদের ভিতরের দূরত্ব প্রায় ১০কোটি কিলোমিটার। প্রতি ১০৪ পার্থিব দিবসে এরা পরস্পরের আবর্তন সম্পন্ন করে।

      বিষুবাংশ (RA) : ০৫ঘ ১৬ মি ৪১.৩৫৯১সে
      বিষুবলম্ব
(Dec) : ৪৫৫৯ মি ৫২.৭৬৮ সে


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/
http://fineartamerica.com/featured/the-capella-star-system-andrew-taylor.html
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition